করোনার ছোবল, দৃষ্টিশক্তি ও মস্তিষ্কের স্নায়ুতে ক্ষতিগ্রস্ত ১১ বছরের মেয়ে
করোনা (Coronavirus) সংক্রমণে মস্তিষ্কের স্নায়ু ক্ষতিগ্রস্ত হল দিল্লির এক বালিকার। সংক্রমণের প্রকোপ এতটাই যে তার দৃষ্টিশক্তিও ঝাপসা হয়ে গিয়েছে। দিল্লির (Delhi) অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স তথা AIIMS একথা জানিয়েছে। দেশে করোনা সংক্রমণে মস্তিষ্কের ক্ষতি হওয়ার নজির এটাই প্রথম। এইমসের চিকিৎসকরা এগারো বছরের ওই মেয়েটির রিপোর্টে জানিয়েছেন, ‘‘করোনা সংক্রমণের ফলে অ্যাকিউট ডিমায়েলিনেটিং সিন্ড্রোম তথা ADS রোগ দেখা দিয়েছে ওই এগারো বছরের মেয়েটির মস্তিষ্কে।’’
শিশুরোগ চিকিৎসক ড. শেফালি গুলাটি তাঁর রিপোর্টে জানিয়েছেন, ‘মেয়েটির দেখতে সমস্যা হচ্ছিল। এমআরআই করে বোঝা যায় তার ADS হয়েছে। যেটা এই অসুখের নতুন রূপ। তবে এখন আমরা জেনে গেছি, এই ভাইরাস ফুসফুস ও মস্তিষ্কেই বেশি প্রভাব ফেলে। কোভিড-১৯-এর প্রভাবে ওর এমনটা হয়েছে জানার পরেই আমরা এই রিপোর্ট প্রকাশের সিদ্ধান্ত নিই।’’
গবেষকরা আগেই জানিয়েছিলেন করোনা সংক্রমণে মস্তিষ্কের জটিল রোগ হতে পারে। এই ঘটনায় তা প্রমাণিত হল। ADS একটা এমন অসুখ যেখানে স্নায়ুতন্তুর উপরে থাকা আবরণ, যাকে মায়েলিন বলে তা ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি মস্তিষ্কের সংকেতও বাধাপ্রাপ্ত হয়। যার জেরে সামগ্রিক ভাবে স্নায়ুর কার্যপ্রণালী ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসার পরে এগারো বছরের মেয়েটির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার দৃষ্টিশক্তি পঞ্চাশ শতাংশ ফিরে আসার পরে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে দীর্ঘদিন বাদে দেশে একদিনে নতুন করোনা আক্রান্তের সংখ্যাটা ৫০ হাজারেরও নিচে নেমে গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে এই মারণ ভাইরাসের কবলে পড়েছেন মাত্র ৪৬ হাজার ৭৯১ জন। যা গত কয়েকমাসের মধ্যে সর্বনিম্ন। আরও স্বস্তির খবর হল, দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় ৭০ হাজার মানুষ। অর্থাৎ আক্রান্তের তুলনায় অনেকটা বেশি সুস্থ রোগীর সংখ্যা। যদিও ফেব্রুয়ারির মধ্যে দেশের জনসংখ্যার অন্তত অর্ধেকই কোভিডে আক্রান্ত হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন করোনা সংক্রমণ সংক্রান্ত পূর্বাভাস প্রদানকারী কেন্দ্রীয় সরকারের কমিটির এক সদস্য মণীন্দ্র আগরওয়াল। তবে তাঁর আশা, তারপর থেকেই দেশে কোভিডের সংক্রমণ ধীরে ধীরে কমতেও শুরু করবে।