পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

সমাজকে নিজের মুখোমুখি দাঁড় করাবে এই পুজো

October 20, 2020 | < 1 min read

পরস্পরের থেকে দূরত্ব বজায় রাখা কিংবা মুখে মাস্ক চাপানো। নিউ নর্মালে এসবই জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। কিন্তু এসবই সুস্বাস্থ্যের জন্য চিরকালীন প্রয়োজনীয় বিষয়। ধুলো, ব্যাকটিরিয়া রোধে যেমন মাস্ক অত্যাবশ্যক, তেমনই নিয়মিত হাত ধোয়ার প্রয়োজনীয়তা অপরিসীম। কালে কালে সেসবের উপকারিতার কথা কার্যত ভুলেই গিয়েছিল মানুষ। তবে অতিমারী সমাজকে নতুন করে অতীত অভ্যেসের কথা মনে করিয়ে দিয়েছে। মানুষকে দাঁড় করিয়েছে আয়নার সামনে। আর সেই ভাবনাই এবার ফুটে উঠবে মধ্য কলকাতার ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতির পুজো মণ্ডপে।

শিল্পী দীপাঞ্জন দে’র ভাবনায় এবার এই পুজোর থিম ‘দর্পণে দুর্গা’। জীবনের একটা সময় মানুষকে নিজের মুখোমুখি দাঁড়াতেই হয়। দর্পণ এমন একটি বস্তু যেখানে সত্যের প্রতিফলন ঘটে। আর বর্তমান সমাজের কঠিন সত্যটাই এই আরশি ফলকে ফুটিয়ে তুলবেন শিল্পী। সেই জন্য বেছে নিয়েছেন আয়নাকে। যেখানে স্বয়ং মায়ের প্রতিচ্ছবি দেখা যাবে। একইসঙ্গে নিজের মুখোমুখি দাঁড়াবেন আপনিও। শৃঙ্খলবদ্ধ জীবন, ভাল অভ্যেসগুলির প্রয়োজনীয়তা ফের মনে করিয়ে দেবে আপনাকে। 

থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই সাবেকি প্রতিমা তৈরি করছেন শিল্পী। করোনাসুরের দাপটের মাঝে মহিষাসুরমর্দিনী হিসেবেই ধরা দেবেন মা। আর এই গোটা বিষয়ভাবনাটা কবিতার মধ্যে দিয়ে পৌঁছে যাবে দর্শনার্থীদের কানে। তাপস চৌধুরির গলায় এবার এটাই নাগরিক কল্যাণ সমিতির পুজোর আবহ। পুজোর অন্যতম উদ্যোক্তা সুস্মিত বরুয়া বলছিলেন, “স্বাস্থ্যবিধি মেনেই সকলে পুজো উপভোগ করুন। মণ্ডপে এসে নিজের মুখোমুখি হয়ে আরও একবার সতেচনতার পাঠ নিন। তাহলেই সফল হবে আমাদের মিলিত প্রয়াস।”

TwitterFacebookWhatsAppEmailShare

#durga Pujo, #Durga Puja 2020

আরো দেখুন