দর্শকহীনই পুজো, কমিটি সদস্যদের কিছুটা ছাড় দিল হাইকোর্ট
ফোরমের আবেদনে সাড়া দিল না হাইকোর্ট, বহাল থাকল আগের রায়। তবে মণ্ডপে ঢোকার ক্ষেত্রে দেওয়া হল কিছুটা ছাড়।
তাহলে মণ্ডপের নো এন্ট্রি জোন শিথিল করা হল কি? ছোট পুজোয় ১৫ জন ও বড় পুজোয় ৪৫ জন করা হল। দর্শকদের কোনও ছাড় নেই।
শিথিল করতে হবে নো এন্ট্রি জোনের কড়াকড়ি। দফায় দফায় দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশ করতে হোক। হাইকোর্টে পুজোর রিভিউ মামলার এই আর্জি জানিয়েছিল হাইকোর্টের আইনজীবী কল্যাণ বন্ধ্যোপাধ্যায়।
পুজোয় শুধু মণ্ডপ পরিদর্শন নয়, রয়েছে আনুষাঙ্গিক নানা পুজো-অর্চনা। প্রশ্ন উঠছে সে সবের কী হবে? বাদ পড়বে অঞ্জলি সিঁদুর খেলা!হাইকোর্টের আইনজীবী কল্যাণ বন্ধ্যোপাধ্যায় পুজোর রিভিউ মামলার আর্জিতে জানিয়েছেন, সিঁদুর খেলা নারীর আবেগ, প্রবেশ করতে দেওয়া হোক মণ্ডপে। রাতের দিকে নো এন্ট্রি জোনের নিয়মকে শিথিল করা হোক।
ঢাকিদেরও প্রবেশ নেই নো এন্ট্রি জোনে। ঢাকিদের মাস্ক পরে থাকতে হবে, অন্যান্য নিয়ম পালন করবেন।
সিঁদুর খেলা নিয়ে এখনও কোনও রায় দেয়নি হাইকোর্ট।