← রাজ্য বিভাগে ফিরে যান
দুর্গা পুজোর শুভেচ্ছায় মা শেরাওয়ালির ছবি, বাঙালির রোষে বিজেপি
বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ বারবার ওঠে, তা হল এটি অবাঙালি একটি দল যারা বাংলার সংস্কৃতি জানে না। দুর্গাপুজো উপলক্ষে আবারও তা প্রমাণিত হলে। আবার অভিযোগ উঠল বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ভোলাতে চাইছে বিজেপি।
গত বছর মা কালীর ছবি দিয়ে দুর্গা পুজোর মহাষ্টমীর শুভেচ্ছা জানান মোদী। এবার তাঁর দল করলো আরেক হতাশ কান্ড। মা শেরাওয়ালিকে আরতি করা অবস্থায় প্রধানমন্ত্রীর ফটো দিয়ে তারা দুর্গা পুজোর শুভেচ্ছা বার্তা জানান।
প্রসঙ্গত, গত পরশু লাইভে এসে প্রধানমন্ত্রী মোদী সমস্ত ধর্মের উৎসবের শুভেচ্ছা জানালেও বাদ দিয়েছিলেন দুর্গাপুজোকে। এরপরই ফেসবুক ও ট্যুইটার জুড়ে শুরু হয় সমালচনার ঝড়।
বাংলা জয়ের জন্য মরিয়া বিজেপি। কিন্তু, বাংলা সংস্কৃতির ধার ধারছে না তারা। বাংলা সংস্কৃতির প্রতি এই অপমান প্রভাব ফেলবে একুশের ভোটে? উঠছে প্রশ্ন।