রাজ্য বিভাগে ফিরে যান

আজ মোদির পুজো রাজনীতি, গেরুয়া শিবিরে কোন্দল অব্যাহত

October 22, 2020 | < 1 min read

বিজেপির পাখির চোখ ২০২১ সালের বাংলার বিধানসভা নির্বাচন। সেই যুদ্ধে জিততে সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছেন তাঁরা। সেই লক্ষ্যে বঙ্গবাসীর মন জয় করতে দুর্গাপুজোকেই টার্গেট করেছে গেরুয়া শিবির। পূর্ব ঘোষণা মত আজ মহাষষ্ঠী উপলক্ষে বঙ্গবাসীকে ভার্চুয়াল শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি আয়োজিত একটি পুজোর ভার্চুয়াল উদ্বোধনও করবেন তিনি। কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে (ইজেডসিসি) ওই দুর্গাপুজো হবে। 

এই পুজো নিয়েও কোন্দলে ব্যস্ত গেরুয়া শিবির। কেন সরাসরি দলই দুর্গাপুজো করবে, তারও ব্যাখ্যা দিয়েছিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। কিন্তু দিলীপবাবু জানিয়ে দেন, ‘‘বিজেপি কোথাও কোনও পুজো করছে না। বলা হয়েছে কি বিজেপি পুজো করছে? পুজো করা বিজেপির কাজ নয়। আমরা শুধু ২২ তারিখ বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান করব। সমাজের সামনে একটা অনুষ্ঠান করে বার্তা দিতে চাইব। আর আমরা চাই, প্রধানমন্ত্রী সে দিন মানুষের উদ্দেশে শুভেচ্ছা-ভাষণ দিন।’’

প্রসঙ্গত, গত বছর বাংলার পুজো উদ্বোধন করতে দেখা গিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। সেই পুজোর কর্ণধারও ছিলেন এক বিজেপি নেতা। আর এবার ইজেডসিসি-র পুজো উদ্বোধনে মোদি। স্বভাবতই প্রশ্ন উঠছে, উদ্যোক্তা বিজেপি না হলে পুজো উদ্বোধনের আমন্ত্রণ কি পেতেন তিনি?

TwitterFacebookWhatsAppEmailShare

#durga Pujo, #Durga Puja 2020

আরো দেখুন