রাজ্য বিভাগে ফিরে যান

পরিযায়ী দুর্গার ছবির দিয়ে ষষ্ঠীর শুভেচ্ছা মমতার

October 22, 2020 | < 1 min read

আজ মহাষষ্ঠী। করোনার প্রকোপ এবং সব বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও রীতি মেনেই বাংলা জুড়ে চলছে এই মহা উৎসব। গত সপ্তাহ থেকেই কলকাতার বড়িশা ক্লাব নজর কেড়েছে। তাদের এবারের থিম পরিযায়ী শ্রমিক। এখন সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছি ঐ মন্ডপের ছবি।
করোনা, লকডাউন, পরিযায়ী শ্রমিক, অভাব, অব্যবস্থা, দুর্ভোগ, মৃত্যু – এই শব্দগুলোর সঙ্গে ২০২০ পরিচয় করিয়ে দিয়েছে ৮ থেকে ৮০ ভারতবাসীকে। সেইরকম এক চরম দুর্ভোগে জর্জরিত এক পরিবারের চিত্র তুলে ধরা হয়েছে এবারের বড়িশা ক্লাবে।
বারংবার পরিযায়ীদের জন্য সুব্যবস্থার দাবি জানিয়ে দরবার করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্য সরকার তাদের সাধ্যমত সমস্ত সুবিধা দিয়েছে ঐ পরিবারদের। দেওয়া হয়েছে আগামী বছর পর্যন্ত ফ্রি রেশনের ব্যবস্থা, আর্থিক সাহায্য এবং করা হয়েছে ১০০ দিনের কাজে অন্তর্ভুক্তি।
পরম্পরা মেনে আজ মহাষষ্ঠীর দিন দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর শুভেচ্ছায় ঐ মণ্ডপের ফটো তুলে ধরেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#durga Pujo, #Durga Puja 2020, #Maha Shashthi

আরো দেখুন