আবারও বাঙালির পুজোকে তাচ্ছিল্য করে ষষ্ঠীর দিন সংসদীয় বৈঠক
বিজেপির বিরুদ্ধে যে অভিযোগটা সবচেয়ে বেশি ওঠে তা হল এটি অবাঙালি দল। এই তকমাটি মুছতে হাজার চেষ্টা করলেও বিভিন্ন সময়ে নানা পদক্ষেপের মাধ্যমে বিজেপির বাংলাবিরোধী স্বরূপ প্রকাশ পায়।
দুর্গাপুজো বাংলার শ্রেষ্ঠ উৎসব। আর এই উৎসবের সময় কার্যত আনন্দের মেজাজে থাকে গোটা বাংলা। সব কাজ স্থগিত হয়ে যায় এই কটা দিন। কিন্তু, উৎসবের এই আবহেই আজ একটি সংসদীয় বৈঠক রেখেছে কেন্দ্রের শাসক দল। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, পরিবেশ- বন-জলবায়ু পরিবর্তন বিষয়ক কমিটির একটি বৈঠক আজ রাখা হয়েছে। এই কমিটিতে বাংলা থেকে আছেন শতাব্দী রায় ও জয়ন্ত কুমার রায়।
২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই আমরা দেখে আসছি একের পর এক বিষয় নিয়ে বাংলা ও বাঙালিকে অপমান করে চলেছে বিজেপি। অসমে বাঙালিদের ডিটেনশন ক্যাম্পে রাখা হোক বা সম্প্রতি ধ্রুপদী ভাষার তালিকায় বাংলা ভাষাকে স্থান না দেওয়া হোক। ইউজিসি নেট পরীক্ষাও প্রথমে পুজোর মধ্যে ঘোষণা করেছিল কেন্দ্র। তীব্র প্রতিবাদের মুখে বাধ্য হয়ে তারিখ পাল্টায় কেন্দ্র।
এমনকি, দুদিন আগে দেশকে সম্বোধিত করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত উৎসবের শুভেচ্ছা জানালেও উল্লেখ করেননি দুর্গা পুজোর নাম। তাই প্রশ্ন উঠছে, যতই একুশের আগে নিজেদের বাঙালি দল প্রমাণ করতে চাক বিজেপি, সত্যিই কি তারা বাংলাকে সম্মান করে?