সপ্তমীতে বিজয়ার শুভেচ্ছা, বিতর্কে জড়ালেন রাজু বিস্তা
বিজেপির বিরুদ্ধে যে অভিযোগটা সবচেয়ে বেশি ওঠে তা হল এটি অবাঙালি দল। এই তকমাটি মুছতে হাজার চেষ্টা করলেও বিভিন্ন সময়ে নানা পদক্ষেপের মাধ্যমে বিজেপির বাংলাবিরোধী স্বরূপ প্রকাশ পায়।
দুর্গাপুজো বাংলার শ্রেষ্ঠ উৎসব। আর এই উৎসবের সময় কার্যত আনন্দের মেজাজে থাকে গোটা বাংলা। আর এই পুজোর শুভেচ্ছা জানাতে গিয়েই বিতর্কে জড়ালেন রাজু বিস্তা। আজ উত্তরবঙ্গ সংবাদে প্রকাশিত রাজু বিস্তার শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে বিজয়া দশমীর শুভেচ্ছা।
এছাড়াও, অনেকের প্রশ্ন, শারদীয়া শুভেচ্ছায় মা দুর্গার ছবি এক কোনায় ছোট করে আর রাম রয়েছেন বিজ্ঞাপন জুড়ে। এমনটা কেন। প্রধানমন্ত্রীর ছবিও মা দুর্গার চেয়ে বড়। এতে রাজু বিস্তা কী বার্তা দিতে চাইছেন।
এর আগে, সংসদে দাঁড়িয়ে রাজু বিস্তা খোলাখুলি গোর্খাল্যান্ড এর দাবি জানিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন। আবারও বাঙালি সংস্কৃতিকে অপমান করে বিতর্ক উস্কে দিলেন তিনি।
২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই আমরা দেখে আসছি একের পর এক বিষয় নিয়ে বাংলা ও বাঙালিকে অপমান করে চলেছে বিজেপি। অসমে বাঙালিদের ডিটেনশন ক্যাম্পে রাখা হোক বা সম্প্রতি ধ্রুপদী ভাষার তালিকায় বাংলা ভাষাকে স্থান না দেওয়া হোক। ইউজিসি নেট পরীক্ষাও প্রথমে পুজোর মধ্যে ঘোষণা করেছিল কেন্দ্র। তীব্র প্রতিবাদের মুখে বাধ্য হয়ে তারিখ পাল্টায় কেন্দ্র।
এমনকি, কয়েকদিন আগে দেশকে সম্বোধিত করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত উৎসবের শুভেচ্ছা জানালেও উল্লেখ করেননি দুর্গা পুজোর নাম। তাই প্রশ্ন উঠছে, যতই একুশের আগে নিজেদের বাঙালি দল প্রমাণ করতে চাক বিজেপি, সত্যিই কি তারা বাংলাকে সম্মান করে?