স্বাস্থ্য বিভাগে ফিরে যান

সরকারি – বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে পুজোয় ‘হাই অ্যালার্ট’ জারি

October 24, 2020 | 2 min read

পুজো বলে বিরাম থাকে না রোগভোগের। তবে উৎসব মরশুমের মেজাজ এবার আলাদা। করোনার উপদ্রবের ঠেলায় ‘হাই অ্যালার্ট’ সরকারি ও বেসরকারি স্বাস্থ্য পরিষেবাক্ষেত্র। গত বছর ডিসেম্বর থেকে শীত-গ্রীষ্ম, ধনী-দরিদ্র—কিছুই মানেনি কোভিড। পুজোপার্বন বা উৎসবকেই বা কেন ছাড় দেবে সে! রা‌জ্য সরকার ইতিমধ্যেই পুজোর সময় স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের যাবতীয় ছুটি বাতিল করেছে। পুজোর ক’দিন যাবতীয় সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজ তো খোলা থাকছেই, এমনকী রাজ্যজুড়ে বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের অফিস পর্যন্ত খোলা থাকছে। পুজো উপলক্ষে স্বাস্থ্যভবন নিজেদের কন্ট্রোল রুমের পরিকাঠামোও বাড়াচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিও কমবেশি সজাগ। তারাও পুজোর ক’দিন পরিষেবা স্বাভাবিক রাখার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে।


সূত্রের খবর, ২৪ ঘণ্টা সাতদিন চালু থাকছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সরাসরি টেলিমেডিসিন ও ইন্টিগ্রেটেড কল সেন্টার। নম্বর দু’টি হল ২৩৫৭৬০০১ এবং ১৮০০৩১৩৪৪৪২২২। করোনা সংক্রান্ত যে কোনও জিজ্ঞাসার জন্য এই দু’টি নম্বরে ফোন করা যাবে। করোনা রোগীদের অ্যাম্বুলেন্সের জন্য (কলকাতা) ০৩৩৪০৯০২৯২৯ নম্বর রয়েছে। কোন কোন জায়গায় করোনা পরীক্ষা হয়, জানা যাবে আইসিএমআর এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটের মেডিক্যাল বুলেটিন অংশে। এছাড়াও রাজ্য স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট www.wbhealth.gov.in-এ গিয়ে করোনা জয়ীরা প্লাজমা দান করতে পারবেন। পাশাপাশি সরকার ও অধিগৃহীত বিভিন্ন করোনা হাসপাতালে নিজের প্রিয়জনের শারীরিক অবস্থার খোঁজখবরও নিতে পারবেন। এছাড়া রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের করোনা সংক্রান্ত টোল ফ্রি ও হেল্পলাইন নম্বর ১০৭৫ এবং ৯১-১১-২৩৯৭৮০৪৬। করোনার কারণে মানসিক অবসাদ বা যে কোনও মানসিক সমস্যায় ০৮০৪৬১১০০০৭ নম্বরে ফোন করা যাবে। আর করোনা ছাড়া অন্য সমস্যার জন্য রাজ্যের সব সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজ ২৪ ঘণ্টা খোলা থাকছে। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, আমাদের একটাই বার্তা—পুজোয় আনন্দ করুন নিয়ম মেনে।


অ্যাপোলো গ্লেনিগলস হাসপাতাল জানিয়েছে, তাদের ইমার্জেন্সি, আউটডোর সহ যাবতীয় পরিষেবা চালু থাকছে পুজোর দিনগুলিতেও। যে কোন জরুরি চিকিৎসা প্রয়োজনে ০৩৩২৩২০৩০৪০ নম্বরে ফোন করা যাবে। পুজোর সবক’টা দিন নারায়ণা হৃদয়ালয়া হাসপাতাল গোষ্ঠীর সবক’টি হাসপাতালেরই ইনডোর, আউটডোর ও ইমার্জেন্সি চালু থাকবে। তারা জানিয়েছে, পরিকল্পিত অস্ত্রোপচারগুলি অবশ্য এই চারদিন বন্ধ থাকছে। জরুরিভিত্তিতে অ্যাম্বুলেন্স এবং ইমার্জেন্সিতে ফোন করা যেতে পারে ৯৯০৩৩৩৫৫৪৪ নম্বরে।আমরি হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, পুজোয় তাদের সবক’টি হাসপাতালের ইনডোর ও আউটডোর চালু থাকবে। ক্রিটিক্যাল কেয়ার এবং ইমার্জেন্সি টিম ২৪ ঘণ্টাই কাজে থাকবে। করোনা আক্রান্তদের পরিষেবা দিতে জন্য সল্টলেক, ঢাকুরিয়া ও মুকুন্দপুর ইউনিট মিলিয়ে তাদের ২৪৫টি শয্যা রয়েছে। ২৪ ঘণ্টা সাতদিন যোগাযোগের জন্য রয়েছে কলসেন্টার নম্বর ০৩৩৬৬৮০০০০০।


পুজোর ক’দিন পিয়ারলেস হাসপাতালের ইনডোর পরিষেবা চালু থাকছে। ২৪ ঘণ্টা চালু থাকছে ব্লাড ব্যাঙ্ক, ফার্মাসি, ডায়ালিসিস, ইমার্জেন্সি, ট্রমা কেয়ার এবং অ্যাম্বুলেন্স পরিষেবা। ইমার্জেন্সি হেল্পলাইন নম্বর হল ০৩৩৪০১১১২২২। এছাড়া অ্যাম্বুলেন্সের জন্য ৯০৩৮২২৪০০০ নম্বরে ফোন করা যাবে।মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতালেও পুজোর ক’দিন আউটডোর, ইনডোর ও ইমার্জেন্সি চালু থাকছে। জরুরি চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনে ০৩৩৬৬৫২০০০০ নম্বরে ফোন করা যেতে পারে। রুবি হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, পুজোর ক’দিন তাদের ইমার্জেন্সি, ইনডোর, রোগপরীক্ষাকেন্দ্র, ক্যাথল্যাব, ওটি ও অ্যাম্বুলেন্স পরিষেবা ২৪ ঘণ্টাই চালু থাকছে। অ্যাম্বুলেন্সের জন্য ৯৮৩১১৭৯১৭৫, মাঝরাতে বুকে ব্যথার জন্য ৯৭৪৮৯৩২১০০, আউটডোর ও বাড়িতে গিয়ে রক্তের নমুনা টানার জন্য ৬২৯০৮২০৩৪৩ এবং টেলিমেডিসিনের জন্য‌ ৮৯১০৬৫৭৫৩৭ নম্বরে ফোন করা যেতে পারে।উডল্যান্ডস হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, পুজোর ক’দিন ২৪ ঘণ্টাই তাদের ইমার্জেন্সি, অ্যাম্বুলেন্স, ক্রিটিক্যাল কেয়ার পরিষেবা, ওটি, রেডিওলজি পরিষেবা চালু থাকছে। ইনডোর তো চালু থাকছেই। ওই সময় অ্যাপয়েন্টমেন্ট করা থাকলে আউটডোরে ডাক্তার দেখানোও যাবে। করোনার জন্য স্যাটিলাইট সেন্টার, হোম কেয়ার, ইনডোর সার্ভিস সবই চালু থাকছে পুজোয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Hospitals

আরো দেখুন