বিবিধ বিভাগে ফিরে যান

টাকিতে এবার হবে না দুই বাংলার বিসর্জন 

October 25, 2020 | < 1 min read

করোনা সব কিছু কেড়ে নিল। এবার কেড়ে নিল ইছামতীর বুকে দুই বাংলার প্রতিমা বিসর্জনও। 

করোনার জেরে ইছামতী নদীতে এবার প্রতিমা বিসর্জন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল টাকি পুরসভা। প্রতিবার একদিনের জন্য দুই বাংলা যেভাবে একাকার হয়ে যায় নদীবক্ষে তা আর এবার হচ্ছে না। দেশ-বিদেশ থেকে বহু পর্যটক বিসর্জন দেখতে ভিড় জমান প্রতিবছর। 

মাঝিরা বছরভর অপেক্ষায় থাকেন পর্যটক এবং সাধারণ মানুষকে নৌকায় ভ্রমণ করানোর জন্য। কিন্তু এবার মাথায় হাত নৌকার মাঝিদের। টাকির মানুষও আশাহত। স্থানীয় বাসিন্দা শিক্ষক জানান, মহামারী জনজীবনকে তছনছ করে দিয়েছে। তার প্রভাব এবার পড়তে চলেছে বিজয়া দশমীর টাকিতে। বিসর্জনের সঙ্গে টাকি রাজবাড়ি, মাছরাঙা দ্বীপ, মিনি সুন্দরবনের মতো জায়গাগুলিও ঘুরে যান দেশ-বিদেশের পর্যটকরা। সেটাও এবার হচ্ছে না। 

এপার বাংলা, ওপার বাংলার মেলবন্ধনের দৃশ্যও দেখা যাবে না। এলাকার বহু প্রবীণ মানুষ যাঁরা গাড়ি করে প্রতিমা দেখার সুযোগ পান না, তাঁরা নদীর ধারে বিসর্জন দেখতে আসেন। এবার তাঁরা বঞ্চিত হবেন। টাকি পুরসভার প্রশাসক জানান, সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে এবার টাকির বিসর্জন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্থানীয় প্রতিমা টাকি ঘাটে বিসর্জন হবে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#durga Pujo, #Bangladesh, #Durga Puja 2020, #Taki

আরো দেখুন