বিবিধ বিভাগে ফিরে যান

একুশের পুজোর কাউন্টডাউন শুরু। মা আসবেন আর ৩৪৪ দিন পর 

October 26, 2020 | < 1 min read

আজ বিজয়া দশমী। বাপের বাড়ি থেকে কৈলাশে মহাদেবের কাছে ফেরার পালা উমার। মন তো খারাপ হবেই বাঙালির! আরও একটা বছরের জন্যে আপেক্ষা। আসছে বছর আবার এসো মা…

এক নজরে দেখে নেওয়া যাক আগামী বছর কবে থেকে শুরু হচ্ছে পুজো?

তথ্য বলছে, আগামী বছর মহালয়া ৬ই অক্টোবর। আর পুজো শুরু হচ্ছে ১১ই অক্টোবর ষষ্ঠী থেকে। ১২, ১৩, ১৪ এবং ১৫ অক্টোবর যথাক্রমে সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী। তাহলে আর কি এবারের পুজো শেষ হতেই আগামী বছরের প্ল্যানটা সেরে ফেলুন। বাঙালির একমাত্র উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে এক বছর ধরে প্যান করতে থাকে। আগামী বছর মা দুর্গার পালকিতে আগমন ও গজে প্রস্থান।

২০২১ সালের দেবী পক্ষের দিনক্ষণঃ-

মহালয়া- ৬ই অক্টোবর, বুধবার

মহাষষ্ঠী- ১১ই অক্টোবর, সোমবার

মহাসপ্তমী- ১২ই অক্টোবর, মঙ্গলবার

মহাষ্টমী- ১৩ই অক্টোবর, বুধবার

মহানবমী- ১৪ই অক্টোবর, বৃহস্পতিবার

বিজয়া দশমী- ১৫ই অক্টোবর, শুক্রবার

TwitterFacebookWhatsAppEmailShare

#Maa Durga, #Durga Puja 2021, #durga Pujo

আরো দেখুন