দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

বেলডাঙায় দুর্ঘটনা- নৌকা উল্টে মৃত চার, নিখোঁজ ১

October 27, 2020 | < 1 min read

বিসর্জনের সন্ধ্যায়, মুর্শিদাবাদের বেলডাঙা এলাকার ডুমনিদহ বিলে প্রতিমার সঙ্গে তলিয়ে গেলেন পাঁচ ভাসান-যাত্রী। সোমবার রাত পর্যন্ত পুলিশ ওই বিল থেকে চার জনের দেহ উদ্ধার করতে পেরেছে। নিঁখোজ এক যুবকের খোঁজে বিলের চার ধারে সার্চলাইট জ্বেলে ডুবুরি নামিয়ে শুরু হয়েছে তল্লাশি। 

এই ঘটনায় হাইকোর্টের নির্দেশিত  পুজো এবং ভাসান সংক্রান্ত বিধিনিষেধ যে মানা হয়নি, তা মেনে নিয়েছে জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার বলেন ‘‘ঘটনাটি সন্ধ্যার দিকে ঘটায় উদ্ধারকাজে অসুবিধা হয়েছে। পুলিশ এখনও বিল জুড়ে তল্লাশি চালাচ্ছে। ওই নৌকায় বিধি না-মেনে এত জনের ওঠা উচিত হয়নি।’’

স্থানীয় সূত্রে পুলিশ জানতে পেরেছে বেলডাঙা পুর এলাকার হাজরা পরিবারের ওই প্রতিমাটি ডুমনিদহ বিলে ভাসান দিতে নিয়ে যাওয়া হয়েছিল। দু’টি নৌকার মাঝে বাঁশের কাঠামো বেঁধে প্রতিমা বিলের মাঝামাঝি নিয়ে গিয়ে ভাসান দেওয়াই রীতি। এ দিনও সে ভাবেই ভাসান দেওয়ার চেষ্টা করছিলেন ওই পরিবারের লোকজনেরা। তবে বিধির তোয়াক্কা না-করেই দু’টি নৌকায় অন্তত জনা পঞ্চাশ ভাসান-যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। সন্ধে পৌনে ৬টা নাগাদ প্রতিমা নিরঞ্জনের সময় সেটি হুড়মুড়িয়ে একটি নৌকার উপর পড়ে যায়।

প্রতিমার তলায় চাপা পড়েই তলিয়ে যান অন্তত পাঁচ ভাসান-যাত্রী। নৌকায় অন্য যাঁরা ছিলেন, তাঁরা সাঁতরে পারে উঠে এলেও রোহন পাল (২৩), অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় (২৩), সুখেন্দু দে (২২), রুবাই হাজরা বন্দ্যোপাধ্যায় (২০) উঠতে পারেননি। রাত সাড়ে ৮টা নাগাদ পুলিশ ওই চার জনের দেহ বিল থেকে উদ্ধার করলেও নিপ্পন হাজরা বন্দ্যোপাধ্যায়ের (৩৫) এখনও খোঁজ মেলেনি। 

TwitterFacebookWhatsAppEmailShare

#murshidabad, #Beldanga, #Drowning, #Durga Puja Immersion

আরো দেখুন