দেশ বিভাগে ফিরে যান

বিসর্জন শোভাযাত্রায় গুলি চালিয়ে বিহারে প্রাণ কেড়ে নিল পুলিশ

October 27, 2020 | < 1 min read

https://m.facebook.com/story.php?story_fbid=366268014816216&id=114621203314233

প্রতিমা বিসর্জন ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল বিহারের মুঙ্গের। লাঠি চার্জ করল পুলিশ, চলল গুলিও।

মূলত ভাসান শোভাযাত্রায় সামাজিক দূরত্ব লঙ্ঘন করায় এই অশান্তির সূত্রপাত হয়। অবস্থা সামাল দিতে পুলিশ প্রথমে লাঠি চার্জ করে তারপর গুলি চালায়। গুলি বর্ষণে প্রাণহানীর খবর পাওয়া গেছে। বহু লোক আহত এবং চিকিৎসাহীন।

প্রশ্ন উঠছে যে মানুষের প্রাণ বাঁচানোর বিধি লঙ্ঘন হওয়াতেই এতগুলো প্রাণ এক নিমেষে কি করে কেড়ে নেওয়া হল! আর যে দল নিজেদের হিন্দুত্ববাদী বলে দাবি করে তাদের সরকারের পুলিশ কি করে কিছু অসহায় হিন্দুভক্তদের ওপর ঈশ্বরের পূজারত অবস্থায় এই পাশবিক নির্যাতন চালালো!

প্রসঙ্গত, এবছর বেশ বিজেপি শাসিত রাজ্যে দুর্গা পুজোর অনুমতি দেয়নি সরকার। মানুষের প্রতিবাদের পর শর্ত সাপেক্ষ অনুমতি দেওয়া হলেও আরোপ করা হয় অনেক বিধিনিষেধ। এরপর এই গুলিচালনা আবারও প্রকট করে দিল বিজেপির দ্বিচারিতা।

TwitterFacebookWhatsAppEmailShare

#durga Pujo, #police, #Bihar, #Durga Puja 2020

আরো দেখুন