তথ্য যাচাই বিভাগে ফিরে যান

দুর্গা বিসর্জনের শোভাযাত্রায় লাঠিচার্জ বাংলার পুলিশের? জানুন আসল তথ্য

October 27, 2020 | < 1 min read

দাবি

কিছু ফেসবুক প্রোফাইল থেকে একটি ভিডিও শেয়ার করা হয়। সেখানে দেখা যায় দুর্গা বিসর্জনের শোভাযাত্রায় ভক্তদের ওপর এলোপাথাড়ি লাঠি চালাচ্ছে পুলিশ। পোস্টটিতে এও দাবি করা হয়, যে দিদির পুলিশ হিন্দুদের ওপর নৃশংস অত্যাচার চালাচ্ছে। মানে, দাবি করা হয়েছে এই ঘটিনা ঘটেছে পশ্চিমবঙ্গে।

https://www.facebook.com/story.php?story_fbid=1008784902867228&id=100012071831508&scmts=scwspsdd

সত্যতা

ভিডিওটি সত্য ঘটনা হলেও দাবিটি ভুয়ো। ঘটনাটি বাংলায় ঘটেনি। অপ্রীতিকর এই ঘটনাটি ঘটেছে বিহারের মুঙ্গেরে। যেখানে সামাজিক দূরত্ব না মানায় বিসর্জনকালে হিন্দু ভক্তদের ওপর লাঠি চার্জ করা হয়, গুলিও চালানো হয়। বেশ কিছু হতাহতেরও খবর পাওয়া গেছে।

অর্থাৎ এই পোস্টে করা দাবিটি সম্পূর্ণ মিথ্যে। এর সাথে বাংলা বা বাংলার পুলিশের কোন যোগ নেই।

https://www.facebook.com/100002406903812/posts/3400521460038051/
TwitterFacebookWhatsAppEmailShare

#Fact Check, #Durga Puja 2020, #Durga Immersion

আরো দেখুন