দেশ বিভাগে ফিরে যান

এলাহাবাদ হাইকোর্টের তত্ত্বাবধানে এগোক হাথরসের তদন্ত, নির্দেশ সুপ্রীম কোর্টের

October 27, 2020 | < 1 min read

হাথরস খুন-গণধর্ষণ মামলার তদন্তে নজরদারি করবে এলাহাবাদ হাইকোর্ট। সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিল। সত্যমা দুবে নামে এক সমাজকর্মী আদালতের নজরদারিতে হাথরস কাণ্ডের তদন্ত চেয়ে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন। সেই প্রেক্ষিতে আদালতের এই নির্দেশ।

ধর্ষণের জেরে জিভ কেটে যাওয়া ও পিঠে গুরুতর চোট পাওয়া ১৯ বছরের ওই তরুণীর মৃত্যু হয় ২৯ সেপ্টেম্বর, দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে। সিবিআই ঘটনার তদন্ত করছে, সম্ভবত স্ট্যাটাস রিপোর্ট এলাহাবাদ হাইকোর্টে জমা দেবে তারা। প্রধান বিচারপতি এস এ বোবডের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের ৩ বিচারপতির বেঞ্চ বলেছে, তদন্ত কোন পথে কীভাবে এগোচ্ছে, সব কিছুর দিকেই হাইকোর্টকে নজর রাখতে হবে। যেভাবে তড়িঘড়ি রাজ্য পুলিশ মৃতের শেষকৃত্য করেছে, সে ব্যাপারে সুয়ো মোটোর ভিত্তিতে শুনানি চলছে আদালতে।

এছাড়া উত্তর প্রদেশ থেকে দিল্লিতে হাথরস মামলা সরিয়ে নিয়ে যাওয়ার জন্যও শীর্ষ আদালতে বেশ কয়েকটি আবেদন জমা পড়েছে। আবেদনকারীদের মধ্যে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ইন্দিরা জয়সিং। তাঁদের দাবি, উত্তর প্রদেশে স্বচ্ছ বিচার সম্ভব নয়, তাই মামলা অন্যত্র সরানো হোক।

TwitterFacebookWhatsAppEmailShare

#hathras rape case, #Allahabad High Court, #supreme court

আরো দেখুন