বিক্রি করে দেওয়া হচ্ছে জম্মু ও কাশ্মীরকে, কেন্দ্রকে আক্রমণ ওমরের
জম্মু ও কাশ্মীরের বাইরের কেউ এতদিন সেখানে জমি কিনতে পারত না। এবার তার রাস্তা খুলে দিল কেন্দ্র। আজ এক নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় সরকার।
এনিয়ে কেন্দ্রকে নিশানা করলেন ন্যাশনাল কন্ফারেন্সের ভাইস প্রসিডেন্ট ওমর আবদুল্লা। মঙ্গলবার তিনি বলেন, সস্তা রাজনীতির জন্য এসব করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের নতুন ভূমি আইন কাশ্মীরের মানুষের অধিকারের ওপরে আঘাত।
নতুন এই জম্মু ও কাশ্মীর ডেভলপমেন্ট অ্যাক্ট সম্পর্কে ফারুক আরও বলেন, জম্মু-কাশ্মীর ও লাদাখের মানুষের স্বার্থের বিরোধী এই আইন। যে ভাবে আইন সংশোধন করে বাইরের লোকজনদের জমি কেনার অধিকার দেওয়া হচ্ছে তাতে জম্মু ও কাশ্মীরকে বিক্রি করে দেওয়া হচ্ছে।
ফারুক আরও বলেন, গরিবের হাতে আর জমি থাকবে না। এই আইন জম্মু ও কাশ্মীরের মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। কেন্দ্র এতদিন লাদাখের নির্বাচনের জন্য অপেক্ষা করছিল। নির্বাচনের ফল বের হতেই লাদাখকে নিলামে চড়িয়ে দিল।