অর্নব গোস্বামীর থেকে দায়িত্বশীল সাংবাদিকতা করার প্রতিশ্রুতি চাইলেন প্রধান বিচারপতি
রিপাবলিক টিভি ও তার এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী ভবিষ্যতে দায়িত্বশীল সাংবাদিকতা করবেন, তা নিশ্চিত করুন। সংবাদমাধ্যমের স্বাধীনতা অবশ্যই জরুরি, কিন্তু প্রশ্ন উঠলে তার জবাব তো দিতেই হবে। আজ এই মন্তব্যই করলেন প্রধান বিচারপতি এস এ বোবদে।
সর্বোচ্চ আদালতে মহারাষ্ট্র সরকারের পক্ষে সওয়ালকারী আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি প্রশ্ন তোলেন, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বিরুদ্ধে ওঠা একটি অভিযোগের তদন্ত কীভাবে পুরোপুরি থামিয়ে দেওয়া যায়! এই তদন্ত চালিয়ে যাওয়ার আর্জি জানিয়ে আইনজীবী সিঙ্ঘভি জানান, অর্ণব গোস্বামীর বিরুদ্ধে কোনও দমনমূলক পদক্ষেপ করবে না মুম্বই পুলিশ। সেই সঙ্গে তিনি এও বলেন, অর্ণবকে গ্রেফতার করা হচ্ছে না এবং নোটিস ছাড়া তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে না। অন্যদিকে অর্ণব গোস্বামীর পক্ষে আইনজীবী হরিশ সালভে সওয়াল করেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর ‘জেনুইন’ নয়। সম্প্রতি রিপাবলিক টিভির সমস্ত কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়েরের বিষয়টি তুলে ধরেন তিনি।
গত জুন মাসে রিপাবলিক টিভির কর্ণধার ও সাংবাদিক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে দায়ের করা মুম্বই পুলিশের এফআইআর সম্প্রতি বাতিল করেছে বম্বে হাইকোর্ট। তবে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মহারাষ্ট্র সরকার। সেখানেই রিপাবলিক টিভিকে নিয়ে এই মন্তব্য করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।