উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

বিহারের ভিডিও বাংলার বলে চালানোয় গ্রেপ্তার যুবক

October 28, 2020 | < 1 min read

বিহারে দুর্গাপুজোর প্রতিমা ভাসানের শোভাযাত্রায় পুলিশের লাঠি চার্জের ভিডিও নিয়ে দেশজুড়ে তোলপাড় হয়েছে। সাম্প্রতিক ওই ঘটনায় সমালোচনার ঝড় উঠে বিভিন্ন মহলে। সেই ভিডিও পশ্চিমবঙ্গের বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উত্তেজনা ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হলেন ফালাকাটার এক বিজেপি সমর্থক। ধৃত বিজেপি সমর্থকের নাম সুজন দাস ওরফে বাপ্পা। বছর পঁচিশের ওই যুবকের বাড়ি ফালাকাটার চুয়াখোলা এলাকায়।

বিভিন্ন মহল থেকে এবিষয়ে ফোনে অভিযোগ পান ফালাকাটা থানার পুলিশ কর্তারা। মঙ্গলবার রাতে চুয়াখোলার দোলং সেতু থেকে ওই যুবককে পাকড়াও করে ফালাকাটা থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে সুয়োমোটো মামলা করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে যুবকের মোবাইল ফোন। ফালাকাটা থানা সূত্রের খবর, ধৃত যুবককে বুধবার আলিপুরদুয়ার আদালতে পাঠানো হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Social Media, #Falakata, #West Bengal, #fake News

আরো দেখুন