← বিবিধ বিভাগে ফিরে যান
বাঙালির ঘরে লক্ষ্মীর পায়ের ছাপ
‘আলপনা এঁকে তোমায় সাজিয়ে দিলাম পট’…রাত পোহালেই লক্ষ্মী পুজো৷ আর লক্ষ্মী পুজো’র অন্যতম অঙ্গ হল আলপনা৷ গৃহের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পুরানের ধারনানুযায়ি আলপনার সঙ্গে সঙ্গে ঘরে লক্ষ্মী আগমন হয়৷
মূলত সাদা আলপনার চল থাকলেও আপনার বাড়ির আলপনায় আনুন রং এর বৈচিত্র্য৷ আলপনা যত বেশি রঙিন হবে তত বেশি লোকের চোখ টানবে৷ এমন কোনও রং ব্যবহার করবেন না যা বেমান৷ উজ্জ্বল রং ব্যবহার করুন৷যাতে আলপনাও উজ্জ্বল দেখায়৷
বেশি দিন ধরে রাখার উপায়?
এত কষ্ট করে আঁকা আলপনা যদি একবার মোছাতেই উঠে যায় কি কষ্ট হয় তাই না? একদমই তাই৷ সেজন্য এবার আলপনা দিন ফেব্রিক দিয়ে৷ এতে আলপনা দীর্ঘস্থায়ী হয়৷