রাজ্য বিভাগে ফিরে যান

মিথ্যের আবর্জনা নিয়ে দিল্লিতে ধনখড়, আক্রমণ কল্যাণের

October 29, 2020 | < 1 min read

আজ দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি মুখ্যমন্ত্রী–সহ রাজ্য প্রশাসনের নিন্দায় সরব হলেন তিনি।

এরপরই ধনখড়ের সমালোচনায় সরব হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মিথ্যের আবর্জনা নিয়ে দিল্লিতে গেছেন ধনখড়। তাঁর বক্তব্য, এর আগে ৯৯ বার রাজ্যপাল হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নয়, বিজেপির নেতাদের সাথেই দেখা করতে দিল্লি গেছেন ধনখড়। তাই এই ১০০তম বারেও তার পুনরাবৃত্তি হল।

কল্যাণের সাফ কথা, নির্বিঘ্নে কেটেছে দুর্গোৎসব, রাজ্যবাসী শান্তিতে আনন্দ পালন করেছেন। তারপরেও রাজ্যের বদনাম করছেন ধনখড়।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী ব্যাপারে তাঁর আলোচনা হল তা নিয়ে কিছু বলতে চাননি রাজ্যপাল। তবে তিনি বারবার সংবাদমাধ্যমের কাছে এদিন একটাই আবেদন জানান। তাঁর মতে, ‘পশ্চিমবঙ্গে কী হচ্ছে তা জানা উচিত দেশের সংবাদমাধ্যমের।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Jagdeep Dhankhar, #kalyan-banerjee

আরো দেখুন