বিনোদন বিভাগে ফিরে যান

সৌমিত্রর প্রথম দফার ডায়ালিসিস সম্পন্ন হল নির্বিঘ্নেই

October 29, 2020 | < 1 min read

নির্বিঘ্নেই হল সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম দফার জায়ালিসিস। তাঁর রক্তচাপও স্বাভাবিক। নতুন করে জ্বর আসেনি। 

নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে প্রথম দফার ডায়ালিসিস। তাঁর রক্তচাপ স্বাভাবিক। ইউরিয়া ও ক্রিয়েটিনিন ঠিকঠাক। ৫০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। তাতে শ্বাস নিতে সমস্যা হচ্ছে না তাঁর। নতুন করে সৌমিত্রবাবুর জ্বর আসেনি। রক্তপাতও হয়নি। সচেতনতার মাত্রা গ্লাসগো কোমা স্কেলে ৯-১০। চিকিৎসক অরিন্দম কর জানান, এখনও সংকটজনক অবস্থা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তবে এই বয়সেও কঠিন লড়াই দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সহজে হাল ছাড়ছেন না। ওঁর সুস্থতার জন্য প্রার্থনা করুন। 

অক্টোবরের শুরুতেই কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সৌমিত্র চট্টোপাধ্যায়। কয়েকদিন পরেই কোভিডমুক্ত হন অভিনেতা। তাঁর সঙ্গে দেখা করেন মেয়ে। ইশারায় কথাও বলেছেন। তবে ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি শুরু করে। আংশিক ভেন্টিলেশনের পর সম্পূর্ণ ভেন্টিলেশনে পাঠানো হয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Soumitra Chatterjee, #Health

আরো দেখুন