শিক্ষায় পথ দেখাচ্ছে বাংলা, দাবি সমীক্ষায়
শিক্ষার বহু ক্ষেত্রেই শীর্ষে বাংলা। এরকমই তথ্য উঠে এলো অ্যানুয়াল স্টেট অফ এডুকেশান রিপোর্ট ২০২০-তে (ASER-2020)।
দেশের ২৬ টি রাজ্যের ৫৮৪ টি জেলার ১৬,৯৭৪ টি গ্রামের ৫২,২২৭ টি পরিবারকে নিয়ে জরিপটি করা হয়।
এই জরিপে বলা হয়েছে ২০১৮- ২০২০ সালের মধ্যে পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি হারে স্কুলছুটের সংখ্যা কমেছে (৩.৩% থেকে ১.৫%)। যেখানে এই সময়কালে জাতীয় স্তরে স্কুলছুটের সংখ্যা বেড়েছে ( ৪% থেকে ৫.৫%)। কর্ণাটক, তেলেঙ্গানা, রাজস্থানের মতো রাজ্যগুলিতে স্কুলছুটের হার যথাক্রমে ১১.৩%, ১৪%, ১৪.৯%।
ছাত্রছাত্রীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদানের দিক দিয়েও শীর্ষস্থানে রয়েছে বাংলা। বাংলার ৯৯.৭% শিক্ষার্থী বিনামূল্যে পাঠ্যপুস্তক পেয়েছে। সেখানে উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রের মতো বড় রাজ্যগুলিতে শিক্ষার্থীদের পাঠ্যবই পাওয়ার হার যথাক্রমে ৭৯.৬%, ৬০.৪%, ৯৫%, ৩৪.৬%, ৮০.৮%।
এসব ছাড়াও কোভিড মহামারির কারণে লকডাউন চলাকালীন সময়েও বাংলায় অনলাইন ক্লাস চালিয়ে পাঠক্রমকে অব্যহত রাখার পদক্ষেপকেও সাধুবাত জানানো হয়েছে এই জরিপে।