হোম আইসোলেশানে থাকা রোগীদের জন্যে ১৭,০০০ চিকিৎসক নিয়োগ করবে রাজ্য সরকার
পশ্চিমবঙ্গ (West Bengal) সরকার হোম আইসোলেশানে থাকা করোনা (Coronavirus) রোগীদের চিকিৎসার তত্ত্বাবধানের জন্যে ১৭,০০০ চিকিৎসক নিযুক্ত করবে বলে জানা গেছে। মূলত যেসব রোগীরা আক্রান্ত হওয়ার শুরুর দিকে রোগকে অবহেলা করে বাড়িতে বসে থাকেন এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলেই একমাত্র চিকিৎসকের পরামর্শ নেন, তাদের কথা মাথায় রেখেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। যাতে সেইসব রোগীদের কোন জটিলতার সম্মুখীন হতে না হয়, সেজন্যে আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে চাইছে মমতা বন্দোপাধ্যায়ের সরকার। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, রাজ্যে এই মুহূর্তে ৯৭,৬১৩ জন করোনা রোগী হোম আইসোলেশানে আছে।
এই মুহূর্তে তাদের তত্ত্বাবধানের দায়িত্বে আছে স্বাস্থ্য দপ্তরের নিযুক্ত টেলিকলাররা। বহু ক্ষেত্রেই এটা লক্ষ্য করা যাচ্ছে যে, হোম আইসোলেশানে থাকা অনেকেই স্বাস্থ্য বিধি মানছেন না। অবস্থার চরম অবনতি হলেই একমাত্র চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে চলছে রাজ্য সরকার।
স্বাস্থ্য, সুরক্ষা দপ্তর, চিকিৎসক মহল এবং কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার সরকারি আধিকারিকরা, সবার উপস্থিতিতেই ভার্চুয়াল মিটিং-এ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
আগামি শনিবার থেকে আইএমএ স্থানীয় ডাক্তারদের (doctors) প্রশিক্ষণ দেওয়া শুরু করবে। স্থানীয় সুরক্ষা প্রতিনিধিরা তালিকা তৈরির মাধ্যেমে হোম আইসোলেশানে ( (Home Isolation) থাকা রোগী পিছু অথবা পরিবার পিছু একজন করে ডাক্তার নিযুক্ত করবেন। চিকিৎসকরা তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখে তাদের স্বাস্থ্যের অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করবেন। অবস্থার কোনরকম অবনতি হলে স্থানীয় সুরক্ষা বিভাগ এবং স্থাস্থ্য দপ্তর সেভাবে ব্যবস্থা নেবে। এর আগে হোম আইসোলেশানে থাকা রোগীদের অক্সিজেন স্যাচুরেশান লেভেল ৯৪ শতাংশের কম হলে বা শ্বাসকষ্ট জনিত কোন সমস্যা অনুভব করলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়ার নির্দেশ দেওয়া হত। এখন থেকে চিকিৎসকরা নিজেরাই প্রতিনিয়ত খেয়াল রাখবেন।