রাজ্য বিভাগে ফিরে যান

প্রশান্ত কিশোরকে আক্রমণ করলেন রাজ্যপাল

October 31, 2020 | < 1 min read

ছবি: ফাইল চিত্র

নাম না করে তৃণমূলের নির্বাচনী স্ট্র্যাটেজিস্টকে নিশানা করলেন জগদীপ ধনখড়। তাৎপর্যপূর্ন মন্তব্য করে বুঝিয়ে দিলেন তাঁর তীর আই প্যাক কর্ণধারের উদ্দেশ্যেই ছোঁড়া। যাতে স্পষ্ট হয়ে গেল রাজ্যপালের রাজনৈতিক ভূমিকা।

জগদীপ ধনখড় সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করতে দিল্লী গিয়েছিলেন। সেই বৈঠকের পরই রাজ্যপাল গর্জে ওঠেন রাজ্যের প্রশাসনিক পরিস্থিতি প্রসঙ্গে।


তিনি মমতার প্রশাসনকে নিশানা করতে গিয়ে তুলে আনেন প্রশান্ত কিশোরের প্রসঙ্গ। যদিও তিনি প্রশান্ত কিশোরের নাম করেননি ভুলেও।


জগদীপ ধনখড় বলেন, রাজ্যে ক্ষমতার অলিন্দ দখল করে নিয়েছে বাংলার রাজনীতির সঙ্গে সম্পর্কহীন কিছু লোক। তিনি তাঁর এই বক্তব্যের মধ্য দিয়েই স্পষ্ট করে দেন, তাঁর নিশানায় কে রয়েছেন। এর আগে বিভিন্ন বিজেপি নেতা নানা সময়ে প্রশান্ত কিশোরকে নিশানা করেছেন। তথাগত রায় থেকে অর্জুন সিং, দিলীপ ঘোষ সবাই আক্রমণ শানিয়েছিলেন প্রশান্ত কিশোরের বিরুদ্ধে। সেই তালিকায় এবার নাম লেখালেন রাজ্যপালও।


এখন প্রশ্ন উঠেছে, রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল সব ছেড়ে একটি বেসরকারি সংস্থা ও তার কর্ণধারকে নিয়ে পড়লেন কেন? তবে কি প্রশান্ত কিশোরকে ভয় পাচ্ছে বিজেপি। প্রশান্ত কিশোরের কৌশলের কাছে পাত্তা পাচ্ছেন না মুকুল রায়-দিলীপ ঘোষরা। তাই রাজ্যপালকেও আইপ্যাকের কর্ণধারকে নিশানা করতে হল!

TwitterFacebookWhatsAppEmailShare

#Prashant Kishor, #Jagdeep Dhankhar

আরো দেখুন