আইএসএল-এর প্রোমো ভিডিও ঘিরে উঠল বিতর্ক
আগামী ২৭ নভেম্বর ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) ইতিহাসে প্রথমবার অনুষ্ঠিত হবে কলকাতা ডার্বি। এটিকে-মোহনবাগানের (ATK Mohun Bagan) বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে স্পোর্টিং ক্লাব ইস্টবেঙ্গল। আর এই নিয়ে দামামা বেজে উঠেছে ইতিমধ্যেই। কিন্তু আবারও বিতর্কের সৃষ্টি হল এটিকে-মোহনবাগান শিবিরে, এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল সমর্থকরা টিটকিরি মারছেন মোহনবাগান সমর্থকদের, সবেরই মূলে কেবলমাত্র একটি ওয়াশিং মেশিন (Washing Machine)।
কিন্তু ঘটনা কি আসলে? এদিন আইএসএল এর অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজগুলিতে কলকাতা ডার্বি নিয়ে একটি প্রোমো ভিডিও (Promo Video) শ্যুট হয়। সেই ভিডিওয়ে একটি পরিবারের বাবা-ছেলের কাহিনী দেখানো হয়। বাবা মোহনবাগানের সমর্থক, এদিকে ছেলে এটিকের বড় ভক্ত। এরপর দেখা গেল, বাপ-ছেলে নিজেদের প্রিয় দলের জার্সি ওয়াশিং মেশিনে দিল এবং দুজনেই এটিকে-মোহনবাগানের জার্সি পড়ে পাড়া জুড়ে হুঙ্কার দিল নিজেদের জয়ের। এরপর উল্টোদিকের বাড়ি থেকে রণহুঙ্কার ছাড়ল ইস্টবেঙ্গল (SC East Bengal) সমর্থক বাবা-ছেলে। সবশেষে এটিকে-মোহনবাগানের সহ মালিক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এসে স্লোগান দিলেন লেটস ফুটবল।
আর এই নিয়ে যাবতীয় বিতর্ক। ভারতীয় ফুটবলের অন্যতম বড় ঘটনাকে কিনা একটি ওয়াশিং মেশিনের মাধ্যমে দেখানো হল! এই নিয়ে চুড়ান্ত ক্ষিপ্ত এটিকে-মোহনবাগান সমর্থকরা। মোহনবাগান সমর্থকদের বক্তব্য, শতাব্দীপ্রাচীন ক্লাবকে একেই নানাভাবে তুচ্ছ করে চলেছে এটিকের কর্তারা, এবার স্বয়ং আইএসএল কিনা তাদের মাতৃসম ক্লাবকে এভাবে ওয়াশিং মেশিনের মাধ্যমে দেখালো, আর সেই ভিডিওটি সমর্থন করছেন খোদ ক্লাবের সহ মালিক সৌরভ গঙ্গোপাধ্যায়।
অন্যদিকে এই ভিডিও দেখে হেসে লুটিয়ে পড়ার জোগাড় ইস্টবেঙ্গল সমর্থকদের। সোশ্যাল মিডিয়ায় যথেচ্ছভাবে তারা চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সমর্থকদের টিটকিরি মেরেই চলেছেন। লাল-হলুদ সমর্থকদের দাবি, ওয়াশিং মেশিন থেকেই কি তবে জন্ম হল তিনবারের আইএসএল জয়ী এটিকে-মোহনবাগানের! সব মিলিয়ে, বড় ম্যাচের আগে আগুনে পরিবেশ তৈরি হয়ে উঠল ভারতীয় ফুটবলে।