বিনোদন বিভাগে ফিরে যান

সংকটজনক প্রবীণ অভিনেতা সৌমিত্রের জন্য রক্তদানের ডাক আর্টিস্ট ফোরামের

November 1, 2020 | 2 min read

এখনও অবস্থা সংকটজনক। তবে তারই মধ্যে শারীরিক অবস্থার সামান্য উন্নতি হল প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee)। তবে তাঁর শরীরে হিমোগ্লোবিন ( Hemoglobin) ও প্লেটলেটের ( platelet) ঘাটতি ভাবাচ্ছে চিকিত্‍‌সকদের। বর্ষীয়ান অভিনেতার রক্তের চাহিদার কথা মাথায় রেখে রক্তদানের আহ্বান জানিয়েছে রাজ্যের মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম।

ফোরামের পক্ষ থেকে তাঁর সদস্যদের কাছে বলা হয়েছে, ‘আপনারা জানেন, আমাদের সভাপতি তথা কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় গুরুতর অসুস্থ এবং তাঁর জীবনদায়ী চিকিত্‍‌সা চলছে। তাঁর কিছু সময় অন্তর অন্তরই প্লেটলেট/ব্লাড ট্রান্সফিউশন করতে হচ্ছে। আপনি যদি শারীরিক ও মানসিকভাবে সুস্থ হন এবং রক্তদানে ইচ্ছুক হন (শুধুমাত্র A+ রক্তদাতা), তাহলে অনুগ্রহ করে অবিলম্বে ফোরামের অফিসে 7044061901/7044064901 এই নম্বরে যোগাযোগ করুন।’

এ দিকে, সৌমিত্র চট্টোপাধ্যায় যে বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুটি ডায়ালিসিস (Dialysis) দেওয়া হয়েছে অভিনেতাকে। তবে তৃতীয় ডায়ালিসিস স্থগিত রাখা হয়েছে। দু দফা ডায়ালিসিসের পর তাঁর শারীরিক অবস্থার কতটা উন্নতি হয়েছে, তা খতিয়ে দেখছেন চিকিত্‍‌সকরা। ডাক্তাররা জানিয়েছেন, আগের থেকে শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল বাংলার ফেলু দার।

এদিন বিকেল পাঁচটার মেডিক্যাল বুলেটিনে বেলভিউর তরফে ডা. অরিন্দম কর জানান, বর্ষীয়ান অভিনেতার হিমোগ্লোবিনের মাত্রা বেশ খানিকটা কমে যায়। পাশাপাশি শরীরের ভিতর রক্তক্ষরণও হয়েছে নতুন করে। সকাল থেকে অবস্থার উন্নতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে। আপাতত রক্তক্ষরণের সমস্যা খানিকটা মিটেছে। রক্তে প্লেটলেট বেড়েছে। হিমোগ্লোবিনের মাত্রাও ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে। তবে রক্তক্ষরণের জন্য শরীরে বেশ কিছু সমস্যা দেখা দেয়। তাই এদিনই ফের ডায়ালিসিস হতে পারে তাঁর। এছাড়া আগের মতোই ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। সেইভাবেই কাজ করছে ফুসফুস। কোনও উন্নতি বা অবনতি হয়নি। শরীরে অন্যান্য সংক্রমণও মোটামুটি নিয়ন্ত্রণে।

তবে অভিনেতার হিমোগ্লোবিন ও প্লেটলেটের ঘাটতি নিয়ে চিন্তায় রয়েছেন চিকিত্‍‌সকরা। ইতোমধ্যেই বেশ কয়েক ইউনিট রক্ত দিতে হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। আশার কথা শুনিয়ে ডাক্তাররা বলেছেন, ধীরে ধীরে জটিলতা কাটছে। গত দু দিন ধরে চিকিত্‍‌সকদের ডাকে সাড়া দিয়েছেন তিনি। চোখ মেলে তাকিয়েওছেন। কিছুদিন ধরে ভেন্টিলেশন সাপোর্টের মাত্রা একই থাকায় আশা বেড়েছে চিকিত্‍‌সকদের। তাঁদের দাবি, পরিস্থিতি (Ventilator) স্থিতিশীল হলেও এখনও সংকটমুক্ত নন সৌমিত্র চট্টোপাধ্যায়।

গত ২৪ ঘণ্টায় ফের অবস্থার অবনতি হ’ল প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Blood donation for Soumitra Chatterjee) । নতুন করে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়েছে তাঁর। কমেছে হিমোগ্লোবিনের পরিমাণও। ঠিক কী কারণে এই রক্তক্ষরণ তা নিয়ে আলোচনা চালাচ্ছে ১৬ সদস্যের মেডিক্যাল বোর্ড।

TwitterFacebookWhatsAppEmailShare

#Health, #Soumitra Chatterjee, #blood donation

আরো দেখুন