রাজ্য বিভাগে ফিরে যান

শ্বাসরুদ্ধ হয়ে প্রয়াত জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রী

November 1, 2020 | < 1 min read

প্রয়াত হলেন প্রখ্যাত জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রী (Jayanta Shastri)। বাড়িতে বিধ্বংসী আগুন লেগে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। রবিবার সকালের ঘটনা।

কেষ্টপুরের সমর দে সরণিতে জয়ন্ত শাস্ত্রীর বাড়ি। সেখানেই থাকতেন তিনি। রবিবার সকাল ৭চা নাগাদ তিনতলা বাড়ির দোতলায় আগুন লাগে। সাতসকালে বাড়ি থেকে ধোঁয়া বেরতে দেখে দমকলে খবর দেন স্থানীয় মানুষজন। দমকল কর্মীরা (Fire brigade workers) ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে বাড়ির ভিতরে ঢোকেন। তখনই অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় জয়ন্ত শাস্ত্রীকে।

সঙ্গে সঙ্গে তাঁকে বাইপাসের ধারের একটি হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তের পর অনুমান করা হচ্ছে যে, ধোঁয়ায় দম বন্ধ হয়েই তাঁর মৃত্যু হয়েছে। যদিও আগুন লাগার কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। দমকলের দুটি ইঞ্জিন ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Astrologer Jayanta Sastri, #House Fire, #Death

আরো দেখুন