করোনা আবহে কালীপুজোর একগুচ্ছ নির্দেশিকা রাজ্য প্রশাসনের
করোনা আবহে (Coronavirus) চলতি বছরে দুর্গা পুজোর মত কালীপুজোতেও খোলা মেলা আবহে আড়ম্বরহীন ভাবে পুজো করার জন্য জারি করা হলো প্রশাসনিক নির্দেশিকা।
দুর্গা পুজোর মতই উত্তর ২৪ পরগনার বারাসাতে কালী পুজোর (Kali Puja 2020) সব মণ্ডপ করতে হবে খোলামেলা। পুজো মণ্ডপে সামাজিক দূরত্ব (Social Distance) বজায় রেখে দর্শনার্থীদের প্রবেশ করাতে হবে, প্রতিটি পুজো উদ্যোক্তাদের কাছে রাখতে হবে পরিমাণ মত মাস্ক ও স্যানিটাইজার ।
তবে বারাসাতে (Barasat) এবছর কোনও পুজোতে জাঁকজমক হবে না, থাকবে না আলোর ঝলকানি । কালী পুজোয় মাস্ক ছাড়া বাইরে বেরোনো নিষিদ্ধ ঘোষনা করেছে প্রশাসন ।
এবছর বারাসাতে কোনও পুজো উদ্যোক্তারাই বড় পুজো করবেন না আগেই জানিয়ে দিয়েছে । বারাসাত পুরসভার পুর প্রশাসক সুনীল মুখোপাধ্যায় বলেন, এবছর জাঁকজমক বন্ধ থাকবে । পুজো কমিটিগুলো নিজেরাই সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে । এবছর বিভিন্ন পুজো উদ্যোক্তারা অসহায়দের বস্ত্র বিতরন করার সিদ্ধান্ত নিয়েছে দীপাবলিতে ।”