ধর্মান্তকরণ শুধুমাত্র বিয়ের জন্য? মানতে নারাজ এলাহাবাদ হাইকোর্ট
বিয়ের (Marriage) জন্য ধর্মান্তকরণ গ্রহণযোগ্য নয়। এক মামলার প্রেক্ষিতে এই অভিমত দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট (Allahbad High Court)। গত জুন মাসে এক মুসলিম মহিলা ধর্ম পরিবর্তন করে হিন্দু হন। এর এক মাসের মাথায় তিনি এক হিন্দু যুবককে বিয়ে করেন। বিয়ের পরে মেয়ের বাড়ির লোক তাঁদের হেনস্তা করছে বলে অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থ হন দম্পতি। মেয়ের বাবা এবং পুলিস যাতে তাঁদের বিবাহিত জীবনে হস্তক্ষেপ না করে, তার জন্য আদালতে আর্জি জানান ওই দম্পতি। সেই আবেদন খারিজ করে বিচারপতি এম সি ত্রিপাঠি বলেন, ‘চলতি বছরের ২৯ জুন এই মহিলা ধর্ম পরিবর্তন করেন। এর একমাস পরে ৩১ জুলাই তিনি বিয়ে করেন। এ থেকে আদালত মনে করছে বিয়ের জন্যই এই ধর্মান্তকরণ করা হয়েছে।’
এই প্রসঙ্গে আদালত ২০১৪ সালের নূরজাহান বেগম মামলার উল্লেখ করেছে। সেবারও কেবল বিয়ের জন্য ধর্মান্তকরণ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছিল আদালত। সেবার এক মহিলা হিন্দু থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছিলেন। এরপর তিনি এক মুসলিমকে (Muslim) বিয়ে করেন। তখন আদালত প্রশ্ন করেছিল, ‘ইসলাম সম্পর্কে কোনও আস্থা, জ্ঞান বা বিশ্বাস না থেকেও কেবল বিয়ের জন্য ধর্মান্তকরণ কি গ্রহণযোগ্য?’ কোরান উদ্ধৃত করে সেবার আদালত বলেছিল ইসলাম ধর্মও এটা সমর্থন করে না।