রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্য শুরু বাজেট পেশের প্রস্তুতি

November 1, 2020 | < 1 min read

আগামী ২০২১-২২ আর্থিক বছরের রাজ্য বাজেট তৈরির প্রস্তুতি শুরু করে দিয়েছে সরকার  (West Bengal Government) । আগামী বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে এই বাজেট বিশেষ তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। ভোটের আগে বড় কোনও প্রকল্পের ঘোষণা যদি না-ও থাক, তা হলেও বাজেটের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য মানুষের কাছে তুলে ধরার সুযোগ থাকছে। নির্বাচনের দিন ঘোষণার আগেই বাজেট পেশ হতে চলেছে। ফলে বাজেটে নতুন কোনও ঘোষণা করার ক্ষেত্রে বাধা নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছিল সংসদে। কয়েক বছর ধরে জানুয়ারি মাসের শেষ বা ফেব্রুয়ারির গোড়ায় কেন্দ্র ও রাজ্য সরকারের বাজেট পেশ করা হয়েছে।

বাজেটের প্রস্তুতির জন্য পুজোর ছুটির অনেক আগেই অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছিল। সব দপ্তরকে অনলাইনে ২০২০-২১ আর্থিক বছরের জন্য সংশোধিত বাজেট প্রস্তাব ও ২১-২২ আর্থিক বছরের জন্য বাজেট (West Bengal Budget 2021) প্রস্তাব পাঠাতে বলা হয়। অনলাইনে প্রস্তাব পাঠানোর জন্য অর্থ দপ্তরের ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম (আইএফএমএস) (IFMS) পোর্টালে একটি বিশেষ মডিউল চালু করা হয়েছে। পুজোর ছুটি শুরু হওয়ার আগে অনলাইনে বাজেট প্রস্তাব পাঠাতে বলা হয়েছিল দপ্তরগুলিকে। কীভাবে প্রস্তাব পাঠাতে হবে তা বিস্তারিতভাবে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছিল। নির্দিষ্ট দিনের পর আলাদা করে কোনও প্রস্তাব যে নেওয়া হবে না সেটাও জানিয়ে দেওয়া হয়। আগামী সোমবার থেকে সরকারি অফিস খোলার পর অর্থ দপ্তর যাতে বাজেট তৈরির কাজে পুরোপুরি নেমে পড়তে পারে তার জন্য এটা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #West Bengal Budget 2021

আরো দেখুন