৩ হাজার অন্নহীনকে অন্ন যোগালো দিদির রান্নাঘর
টানা ৩১ দিন ব্যারাকপুরে ৩ হাজার অন্নহীনের মুখে অন্ন তুলে দিল দিদির রান্নাঘর। ব্যারাকপুর বি এন বসু হাসপাতালের পাশে এই দিদির রান্নাঘর (Didir Ranna Ghor) তৈরি হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে। সাহায্যের হাত বাড়িয়ে দেন ব্যারাকপুরের পুরপ্রশাসক উত্তম দাস এবং টিটাগড়ের পুরপ্রশাসক প্রশান্ত চৌধুরি (Prasanta Chowdhury)। ১লা অক্টোবর থেকে চালু হয় দিদির রান্নাঘর। সপ্তাহে একদিন নিরামিষ।
বাকি দিনগুলিতে কখনো ডিম ভাত, কখনো মাছ ভাত, কখনো আবার পেট ভরে মাংস ভাত। শুরুতে প্রত্যেকের কাছ থেকে ৫ টাকা করে নেওয়ার কথা হলেও শেষপর্যন্ত সবাইকে খাওয়ানো হয় বিনামূল্যে। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সমস্ত স্তরের সদস্যরা আর্থিক সাহায্য করা থেকে শুরু, বাজার করা, রান্না করা সবটাই করেছেন। উৎসাহ দিতে এগিয়ে আসেন বিধানসভার মুখ্য সচেতক নির্মল কান্তি ঘোষ, অভিনেতা কাঞ্চন ও রুদ্রনীল ঘোষ। শনিবার ছিল এই দিদির রান্নাঘরের শেষদিন।