বিনোদন বিভাগে ফিরে যান

শাহরুখ খানের সাড়া জাগানো ৭টি সংলাপ

November 2, 2020 | 2 min read

বলিউডের ‘কিং অফ রোমান্স’ খ্যাত অভিনেতা শাহরুখ খান। জন্মদিনে জেনে নিন প্রিয় তারকার সেরা ৭ সিনেমার সংলাপ।

১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষিক্ত হওয়া এ তারকার সিনেমার সংখ্যা অসংখ্য। রোমান্টিক হিরো হিসেবে দর্শকের মন জয় করার পাশাপাশি সিনেমায় তার ক্ষুরধার ও মনস্তাত্বিক সংলাপের জন্য বিখ্যাত তিনি। এমনই কিছু সাড়াজাগানো সংলাপ নিয়ে এ বিশেষ প্রতিবেদন।

১. দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে:

শাহরুখ-কাজল জুটির সাড়াজাগানো এ সিনেমায় রাজ চরিত্রে শাহরুখের দেওয়া সংলাপ- ‘বড়ে বড়ে দেশোঁমে অ্যায়সা ছোটে ছোটে বাত হোতে র‌্যাহতে হ্যায় সেনোরিটা’ হয়েছিল তুমুল জনপ্রিয়।

২. বাজিগর:

শাহরুখ-কাজল জুটির আারেক জনপ্রিয় সিনেমা ‘বাজিগর’-এর সংলাপ- ‘কাভি কাভি জিতনে কে লিয়ে কুছ হারনা ভি পড়তা অউর হার কর জিতনে ওয়ালে কো বাজিগর ক্যাহতে হ্যায়।’

৩. কুছ কুছ হোতা হ্যায়:

শাহরুখ-কাজল ও রানি মুখার্জী অভিনীত জনপ্রিয় এ সিনেমার সংলাপ- ‘প্যায়ার দোস্তি হ্যায়। আগর ও মেরি সবসে আচ্ছা দোস্ত নেহি বান সকতি তো ম্যায় ইসকোভি প্যায়ার কর নেহি সাকতা। কিঁউকি দোস্তি বিনা তো প্যায়ার হোতা হি নেহি’ আজও দর্শকের মুখে মুখে ফেরে।

৪. দেবদাস:

শাহরুখ-ঐশ্বর্য অভিনীত সঞ্জয় লীলা বনসালির ‘দেবদাস’-এর এ সংলাপটিও হয়েছিল জনপ্রিয়- ‘বাবুজি নে কাহা গাঁও ছোড় দো, সব নে কাহা পারো কো ছোড় দো,পারো নে কাহা শরাব ছোড় দো, আজ তুমনে ক্যাহ দিয়া হাভেলি ছোড় দো, এক দিন আয়েগা যব ওহ ক্যাহেঙ্গে, দুনিয়া হি ছোড় দো।’

৫. বীর-জারা:

শাহুরখ-প্রীতি জিন্টা জুটির এ সিনেমার জনপ্রিয় সংলাপ- ‘আগর কাহি কাভি ভি কোয়ি দোস্ত কি জরুরৎ পড়ে তো বাস ইতনা ইয়াদ রাখনা কি শরহাদ পার এক এইসা শক্স হ্যা জো আপ কি লিয়ে আপনি জান ভি দে দেগা’ পেয়েছিল জনপ্রিয়তা।

৬. ওম শান্তি ওম:

শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের এ সাড়াজাগানো সিনেমার সংলাপ- ‘ক্যাহতে হে আগর কিসি চিজকো দিলসে চাহো, তো পুরি কায়ানাত উসসে তুমসে মিলানে কি কোশিশ মে লাগ যাতে হ্যায়’ সে সময় ভীষণ সাড়া ফেলেছিল দর্শক মহলে।

৭. চেন্নাই এক্সপ্রেস:

শাহরুখ-দীপিকা জুটির এ সিনেমার ‘ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ আ কমন ম্যান’ অন্যতম দর্শকপ্রিয় সংলাপ হিসেবে বিবেচিত।

TwitterFacebookWhatsAppEmailShare

#shah rukh khan, #Dialogue

আরো দেখুন