কমল নাথের বিরুদ্ধে জারি করা নির্বাচন কমিশনের সিদ্ধান্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
স্বস্তি ফিরল কংগ্রেস শিবিরে। কমল নাথের বিরুদ্ধে জারি করা নির্বাচন কমিশনের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court)।
গত শনিবার মধ্যপ্রদেশের কংগ্রেস (Congress) নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের বিরুদ্ধে একাধিক বার নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ আনে কমিশন। সেই সঙ্গে জানিয়ে দেয়, তারকা প্রচারক হিসেবে আর প্রচার করতে পারবেন না কমল নাথ (kamal Nath)। কমিশনের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কমল নাথ।
এ দিন মামলাটি প্রধান বিচারপতি এস এ বোবদের (Sharad Arvind Bobde) বেঞ্চে ওঠে। প্রধান বিচারপতি বলেন, “আমরা এই নির্দেশের উপর স্থগিতাদেশ দিচ্ছি।” এর পরই নির্বাচন কমিশনকে রীতিমতো ভর্ত্সনা করে প্রধান বিচারপতির প্রশ্ন, “তারকা প্রচারকের তালিকা থেকে নাম সরিয়ে নেওয়ার ক্ষমতা আপনাদের কে দিয়েছে?” নির্বাচন কমিশনকে আদালত কমল নাথের পিটিশনের জবাব দিতে বলে।
এ দিন আদালতে কমিশন জানায়, মডেল কোড অব কনডাক্ট-এর নিয়ম মেনেই কমল নাথের বিরুদ্ধে এই নির্দেশ দিয়েছে তারা। তারা আরও জানিয়েছে, শুধু নির্বাচন বিধি ভঙ্গই নয়, তাঁর বিরুদ্ধে জারি করা অ্যাডভাইসরিও মানেননি কমল নাথ।