রাজ্য বিভাগে ফিরে যান

কালীপুজোর আগেই চালু হবে মাঝেরহাট উড়ালপুল

November 2, 2020 | < 1 min read

মাঝেরহাট উড়ালপুল (Majerhat bridge) কালীপুজোর (Kali Puja 2020) আগেই চালু হচ্ছে। রাজ্য পূর্ত দফতরের তরফে এমনই সম্ভাবনার কথা জানানো হয়েছে। পুজোর আগে সেতুটি চালুর মরিয়া চেষ্টা করেছিলেন পূর্ত দফতরের আধিকারিকরা। কিন্তু তা সম্ভব হয়নি।

দুবছর আগে পুজোর আগে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাঝেরহাট সেতুর একাংশ। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল অন্তত ২ জনের। ঘটনার ভয়াবহতায় শিউরে উঠেছিলেন রাজ্যবাসী।

কিন্তু তারপর নতুন সেতু তৈরির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার (State Government)। সেই মতো শুরু হয় কাজ। রেল ও পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা যৌথ ভাবে দ্বিতীয় হুগলি সেতুর মতো ঝুলন্ত সেতু বানিয়েছেন মাঝেরহাটে। সেতুর সমস্ত কাজ শেষে সম্প্রতি র্যাম্পে পড়েছে বিটুমিনের আস্তরণ। এক কথায় যান চলাচলের জন্য তৈরি এই সেতু।

পূর্ত দফতরের তরফে জানানো হয়েছে, এবার সেতুর ভারবহন ক্ষমতা পরীক্ষা করা হবে। দিন কয়েকের মধ্যে রেলকে সেতুর কমপ্লিশন সার্টিফিকেট পাঠানো হবে। তার পর রেলের তরফে ছাড়পত্র এলেই যান চলাচল শুরু হবে নতুন সেতুতে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Majher hat flyover, #Kali Puja 2020

আরো দেখুন