রাজ্য বিভাগে ফিরে যান

জনগণের করের টাকায় বিজ্ঞাপন, কেন্দ্রকে আক্রমণ তৃণমূলের

November 3, 2020 | < 1 min read

কেন্দ্রের সরকার (Central Government) জনগণের দেওয়া করের টাকা খরচ করে নিজেদের প্রচার করছে। অথচ দেশের মানুষের সুরক্ষার দিকে তাদের কোনও দৃষ্টি নেই। এভাবেই বিজেপিকে চড়া সুরে আক্রমণ করল তৃণমূল। সোমবার পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), ফিরহাদ হাকিম (Firhad Hakim), কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dostidar) সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ট্যুইট করে বিজেপির বিরুদ্ধে সরব হন। তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবন বিপন্ন করে সাধারণ মানুষকে সুস্থ করে তোলার কাজে ঝাঁপিয়ে পড়েছেন। অথচ তাঁদের সুরক্ষার প্রতি দৃষ্টি দিচ্ছে না কেন্দ্রের সরকার। বরং মানুষের দেওয়া করের টাকা থেকে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। যাতে খরচ হচ্ছে কয়েক কোটি।

এই করদাতাদের অর্থ অপচয় করা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল (Trinamool) নেতৃত্ব। তাঁদের বক্তব্য, ২০১৯-’২০ আর্থিক বছরে বিজ্ঞাপন বাবদ ৭০০ কোটি টাকার উপর খরচ করেছে কেন্দ্রের সরকার। এই টাকায় গরিব মানুষের উন্নয়ন করা যেত। পাশাপাশি তৃণমূল নেতৃত্ব বিজেপিকে আক্রমণ করে বলেছেন, আচ্ছে দিনের প্রতিশ্রুতি দিয়ে মানুষকে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে বিজেপি (BJP) সরকার। দেশে বেকারত্ব বেড়েছে। সেইসঙ্গে জাতীয় সম্পত্তিকে বিক্রি করে দেওয়া হচ্ছে। তার উপর বিভাজনের রাজনীতি করা হচ্ছে। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সহ বিজেপি শাসিত রাজ্যে নারী নির্যাতনের ঘটনা নিয়েও কেন্দ্রের শাসকদলকে আক্রমণ করেছে তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #tmc, #advertising

আরো দেখুন