করোনা আবহে কার্তিকের লড়াই বন্ধ রাখছে প্রশাসন
নিয়ম মেনে কার্তিক পুজো (Kartick Puja) হলেও এবার হবে না ‘লড়াই’। কাটোয়ার বিখ্যাত কার্তিক পুজোর শোভাযাত্রা, যা কার্তিকের লড়াই নামে পরিচিত এই করোনা (Coronavirus) আবহে তা বন্ধ রাখছে প্রশাসন। সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সোমবার কাটোয়া সংহতি মঞ্চে পুজো উদ্যোক্তাদের সাথে প্রশাসনের কর্তাদের বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
পুজোয় কিছু বিধি নির্ধারণ করা হয়েছে এদিনের বৈঠকে। কোনো আয়োজকই কার্তিক পুজোর শোভাযাত্রার আয়োজন করতে পারবে না। ভিড় নিয়ন্ত্রণের দিকে জোড় দিতে হবে। বড় মণ্ডপ হলে ২৫ জন, আর ছোট মণ্ডপে ১০ জন এক সাথে, একই সময়ে থাকতে পারবে। মণ্ডপে মাস্ক ও স্যানিটাইজার রাখা বাধ্যতামূলক। মণ্ডপে ঢোকা ও বেরোনোর পথও পৃথক রাখতে হবে। মণ্ডপ হতে হবে খোলামেলা। দুর্গা পুজোর (Durga Puja 2020) মতোই ৫ মিটার দূর থেকে ঠাকুর দেখতে হবে। এইসব নিয়ম মেনে তবেই করা যাবে কার্তিক আরাধনা।