রাজ্য বিভাগে ফিরে যান

মিসড কলে প্রিপেইড ট্যাক্সি, বিমানবন্দরে বুকিংয়ের নয়া ব্যবস্থা

November 3, 2020 | 2 min read

প্রিপেইড ট্যাক্সির (Prepaid Taxi) জন্য আর লাইনে দাঁড়াতে হবে না। বিমানবন্দর ও হাওড়া স্টেশনে (Howrah Station) এবার মিসড কল (Missed Call) এবং এসএমএসেই (SMS) বুক করা যাবে প্রিপেইড ট্যাক্সি। অ্যাপ নির্ভর ট্যাক্সি বুক করার ক্ষেত্রে এই সুযোগ অবশ্য আগে থেকেই ছিল। সেক্ষেত্রে মোবাইল ফোনে নির্দিষ্ট অ্যাপে গিয়ে কনফার্ম অপশনে ক্লিক করলেই মিলে যায় ট্যাক্সি। এতদিন সাধারণ ট্যাক্সি এভাবে বুক করা যেত না। এবার নির্দিষ্ট নম্বরে মিসড কল দিলে সেই সুযোগই হাতের নাগালে পেয়ে যাবেন যাত্রীরা।

করোনা পরিস্থিতির (Coronavirus) দিকে তাকিয়ে কলকাতা বিমানবন্দরে নতুন এই ব্যবস্থা চালু করেছে বিধাননগর পুলিস কমিশনারেট। নিউ নর্মালে কলকাতার সঙ্গে আকাশপথে দেশের বাকি শহরগুলির যোগাযোগ শুরু হয়েছে। বিমান আসা-যাওয়া করছে লন্ডন, ঢাকা, দুবাই সহ একাধিক দেশেও। যাত্রী সংখ্যাও ক্রমশ বাড়ছে। বর্তমানে যাত্রীসংখ্যা দিনে ২৫-৩০ হাজার। বিমানবন্দরে প্রিপেইড ট্যাক্সির বুথ রয়েছে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে ওই ট্যাক্সি বুথটিকে আধুনিকীকরণ করেছে ট্রাফিক পুলিস। ৭৪৩৯৭৫১৮৫৫ নম্বরে মিসড কল দিলেই প্রিপেইড ট্যাক্সি বুক করতে পারবেন যাত্রীরা। ট্রাফিক পুলিসের আধিকারিকরা জানিয়েছেন, মিসড কল দেওয়ার পর যাত্রীদের মোবাইলে একটি এসএমএস যাবে। তাতে সময় দেওয়া থাকবে। সঙ্গে থাকবে একটি ওটিপি। সেই সময়ে মেনে বুথে গিয়ে ওটিপি বললে প্রিপেইড ট্যাক্সি পেয়ে যাবেন যাত্রীরা। বিধাননগরের ডিসি ট্রাফিক ধৃতিমান সরকার বলেন, মূলত ট্যাক্সির জন্য লাইন এড়াতেই এই ব্যবস্থা। সেইসঙ্গে এই পদ্ধতিতে সামাজিক দূরত্বও বজায় রাখা সম্ভব।

প্রিপেইড বুথ থেকে প্রতিদিন গড়ে ৪০০ ট্যাক্সি যাত্রীদের নিয়ে যায়। এই পদ্ধতি চালুর দু’দিনের মধ্যে প্রায় ৯০ শতাংশ যাত্রী মিসড কল ব্যবস্থার মাধ্যমে ট্যাক্সি বুক করেছেন বলে দাবি করেছেন ডিসি ট্রাফিক। বিমানবন্দরের ভিতরে ও বাইরে ওই মোবাইল নম্বরটি ডিসপ্লের ব্যবস্থা করা হয়েছে।

একইভাবে হাওড়া স্টেশনেও প্রিপেড ট্যাক্সি বুক করার জন্য একই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। হাওড়া পুরসভার উদ্যোগে হাওড়া সিটি পুলিসের সাহায্যে একটি বেসরকারি সংস্থাকে এই ব্যাপারে কাজে লাগানোর তোড়জোড় চলছে। এই ব্যবস্থা কার্যকর হলে যাত্রীরা স্টেশনে নেমে ডিসপ্লে বোর্ডে ট্যাক্সি বুক করার জন্য একটি ফোন নম্বর দেখতে পাবেন। ওই নম্বর মাঝেমধ্যে ঘোষণাও করা হবে মাইকে। তাতে মিসড কল করলে একইভাবে এসএমএস যাবে যাত্রীর ফোনে। তবে সংশ্লিষ্ট যাত্রীকে আর প্রিপেইড বুথে গিয়ে সেই এসএমএস দেখাতে হবে না। বরং সেই এসএমএসের জবাবে গন্তব্যস্থল জানালে ট্যাক্সির নম্বর ও ভাড়া কত, তা জানা যাবে ফিরতি এসএমএসে। তাতে অনুমোদন দিলে ট্যাক্সি সরাসরি এসে হাজির হবে যাত্রীর সামনে। সোমবার হাওড়া পুরসভার এক পদস্থ কর্তা জানান, এব্যাপারে পুলিস ও একটি বেসরকারি সংস্থার সঙ্গে কথা হয়েছে। সবকিছু ঠিকঠাক চললে রেল পরিষেবা পুরোদমে চালু হওয়ার দিন থেকেই এই পরিষেবা দেওয়া যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Prepaid Taxi, #taxi booking

আরো দেখুন