আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

কাবুল বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলা, নিহত ১৯

November 3, 2020 | < 1 min read

বইমেলা চলাকালীন জঙ্গি হামলার ঘটনা ঘটল কাবুল বিশ্ববিদ্যালয়ে (Kabul University)। হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৯ জন। নিহতদের অধিকাংশই পড়ুয়া। এছাড়া আহত হয়েছেন ২২ জন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। দু’পক্ষের সঙ্গে বেশ কয়েক ঘণ্টা গুলির লড়াই চলে। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় দু’জন সন্ত্রাসবাদী।

সোমবার কাবুল বিশ্ববিদ্যালয় চত্বরে আফগান-ইরানিয়ান বইমেলা চলছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন বহু অতিথি। সে সময় হঠাৎই গুলির শব্দ শোনা যায়। তিন বন্দুকবাজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। হামলার পরই ক্যাম্পাস ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। তাঁরা পড়ুয়া এবং অন্যান্যদের বাইরে বের করে আনেন।

বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জাবিউল্লা হায়দারি স্থানীয় এক টিভি চ্যানেলকে জানিয়েছেন, ক্লাস চলাকালীন আচমকাই এই হামলা শুরু হয়। আফগানিস্তানের (Afghanistan) স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র তারিক আরিয়ান সংবাদসংস্থাকে বলেছেন, তিনজন বন্দুকবাজ এই হামলা চালিয়েছে। প্রথমে একজন বোমা বিস্ফোরণ করে। তারপর এলোপাথাড়ি গুলি। পরে নিরাপত্তা বাহিনী দু’জন জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয়েছে। এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গি হামলার (terrorists attacked) তীব্র নিন্দা করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তিনি বলেন, হেলমন্দে পরাস্ত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ে জঙ্গিরা হামলা চালিয়েছে। যদিও, এদিনের জঙ্গি হামলায় কোনও সন্ত্রাসবাদী সংগঠন রাত পর্যন্ত দায় স্বীকার করেনি। তালিবান জঙ্গিরা বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, ঘটনায় তারা জড়িত নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Afghanistan, #Terrorists Attacked, #Kabul University

আরো দেখুন