রাজ্য বিভাগে ফিরে যান

কিষান রেল থেকে বঞ্চিত রাজ্য

November 3, 2020 | < 1 min read

নতুন কৃষি আইন আনার আগেই গত ৭ই আগস্ট থেকে ভারতীয় রেল, কিষান রেল প্রকল্প চালু করেছে। এই পরিষেবায় দেশের বিভিন্ন প্রান্তে উৎপাদিত ফসল দ্রুত পৌঁছে দেওয়া হবে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোরের মতো দেশের বড় বাজারগুলিতে। রেলমন্ত্রকের বক্তব্য, এর ফলে দেশের কৃষকরা সরাসরি বড় বাজারগুলিতে নিজেদের ফসল বিক্রি করতে পারবে। পরিবহন খরচ এবং সময় দুইই বাঁচবে। এরই মধ্যে আম, কলা, সবেদা, পেঁয়াজ স্পেশাল কিষান রেল চালু হয়েছে। বিভিন্ন রাজ্য থেকে ফসল নিয়েও যাওয়া হয়েছে।

কিন্তু দুঃখের বিষয় বাংলা এ ক্ষেত্রেও বঞ্চিত। এ রাজ্যে কৃষকদের জন্যে একটিও কিষান রেল (Kisan Railway) চালু করেনি রেল কর্তৃপক্ষ। এ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে কৃষকদের মধ্যে। বাংলা (West Bengal) তো দূরের কথা গোটা উত্তর- পূর্ব ভারতের জন্যে একটিও রেল বরাদ্দ করেনি রেল মন্ত্রক।

ক্ষোভ প্রকাশ করে কৃষি মন্ত্রী আশীষ বন্দোপাধ্যায়( Asish Banerjee ) বলেছেন, ” কেন্দ্রীয় সরকার ও রেলমন্ত্রক হয়তো মনে করেছে এ রাজ্যে কৃষক নেই, তাই দেয়নি। এ রাজ্যের জন্যে ওরা কিছু দেবে তা আমরা আশাও করি না। তবে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী কৃষকদের পাশেই আছেন। এই বঞ্চনার জবাব কৃষকরা ঐক্যবদ্ধভাবে দেবে। “

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #farmers, #Kisan Railway

আরো দেখুন