রাজ্য বিভাগে ফিরে যান

অমিত শাহের মতুয়াবাড়ি সফরের আগেই, নবান্ন থেকে মতুয়াদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

November 4, 2020 | 2 min read

আজই কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এবারের রাজ্য সফরে মতুয়া বাড়িতে থাকবেন। তার আগে বুধবার বিকেলে নবান্ন থেকে মতুয়াদের একগুচ্ছ উপহার দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বুধবার নবান্নে মতুয়াদের উন্নয়ন পর্ষদ তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বরাদ্দ করেন ১০ কোটি টাকা। এরপরই নাম না করে অমিত শাহের বাংলা সফরকে আক্রমণ করে তিনি বলেন, “এখন নতুন অনেকে এসেছেন। আমি বহুদিন ধরেই মতুয়াদের পাশে রয়েছি। বড়মার চিকিৎসা-সহ বিভিন্ন বিষয়ে নিয়মিত যোগ ছিল। সেখান থেকেই মমতাবালা ঠাকুরের সঙ্গে পরিচয়।”

মতুয়াদের জন্য

  • মতুয়া গোষ্ঠীর উন্নয়নের জন্য আগেই বেশ কয়েকটি পরিকল্পনা নিয়েছে বাংলার সরকার
  • উদ্বাস্তুদের নিঃশর্ত জমির দলিল প্রদানে ফলে মতুয়া সম্প্রদায়ের অনেক মানুষ উপকৃত হবেন
  • এবার, মতুয়াদের উন্নয়ন পর্ষদ তৈরির লক্ষে ১০ কোটি টাকা বরাদ্দ করল বাংলার সরকার। ৪ থেকে ৫ দিনের মধ্যে কমিটি তৈরী হবে
  • মতুয়া সংগঠন গুলির দাবি অনুযায়ী মতুয়া ঠাকুরবাড়ির মমতাবালা ঠাকুরকেও উন্নয়ন পর্ষদের কমিটির গুরুত্বপূর্ণ অংশ করার আশ্বাস দিয়েছে সরকার।
  • পাশাপাশি, নদিয়ায় মতুয়াদের জন্য বন্ধ হয়ে যাওয়া হরিচাঁদ বিদ্যাপীঠ নতুন করে শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
  • নদিয়ার মতুয়া গোষ্ঠীর আবেদন অনুযায়ী ২ টি অ্যাম্বুলেন্সও দান করা হয়েছে সরকারের পক্ষ থেকে।
  • সব মিলিয়ে সরকারের উদ্যোগে খুশি মতুয়া সম্প্রদায়ের মানুষ।

তপশিলি জাতি উপজাতিদের জন্য

  • তপশিলি গোষ্ঠীর উন্নয়নের জন্য আগেই একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে।
  • এর মধ্যে অন্যতম হল ‘তপশিলি বন্ধু’ প্রকল্প, যার মাধ্যমে তপশিলি পরিবার গুলিকে মাসে ১০০০ টাকা করে পেনশন দিচ্ছে সরকার।
  • এবার, তপশিলি উন্নয়ন পর্ষদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ করল বাংলার সরকার
  • পাশাপাশি, তপশিলি গোষ্ঠীর মানুষদের সুবিধার্থে জয় বাংলা প্রকল্পে আবেদনের জন্য নতুন করে সাত দিনের সময় দেওয়া হবে, কালী পুজোর পর এই প্রকল্পে আবেদনের সুযোগ দেওয়া হবে বলে জানা গেছে
  • অনগ্রসর শ্রেণীর জন্যে পৃথক পৃথক সাংস্কৃতিক বোর্ড তৈরি হবে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী।
  • ডোকরা ও ছৌ শিল্পীদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হচ্ছে বলেও জানালেন তিনি। বললেন, ওই কার্ডে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা মিলবে।
  • এছাড়াও তপশিলি, বাগদি, বাউরি-সহ বিভিন্ন সম্প্রদায়ের উদ্বাস্তু বেশ কিছু মানুষের হাতে জমির পাট্টা তুলে দেন।
  • ১.২৫ লক্ষ মানুষের হাতে ভাগে ভাগে পাট্টা তুলে দেওয়া হবে।
  • বেকার সমস্যা সমাধানে বাইকের জন্য ২ লক্ষ মানুষকে ঋণ দেওয়ার কথা সরকারের তরফে চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
  • তপশিলি, বাগদি, বাউরি, মতুয়া-সহ বেশ কিছু মানুষের সঙ্গে বৈঠক করেন ডোকরা ও বিড়ি শ্রমিকদের উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।
  • আদিবাসীদের জমি রক্ষার ব্যবস্থাও করা বলে এদিনের বৈঠকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
  • এর ফলে তপশিলি গোষ্ঠীর মানুষরা অনেক উপকৃত হবেন

এদিনের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কাস্ট সার্টিফিকেট তৈরি নিয়ে হেনস্তার দিন শেষ। তিনি বলেন, এবার থেকে পরিবারের যে কোনও একজনের কাস্ট সার্টিফিকেট থাকলেই আবেদন করা যাবে। মাত্র ২ থেকে ৪ সপ্তাহের মধ্যেই সার্টিফিকেট মিলবে বলে আশ্বাস দেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Matua

আরো দেখুন