কলকাতা বিভাগে ফিরে যান

পাটের বাহারী সামগ্রী নিয়ে কলকাতা দাপাবে ‘পাটরাণী’

November 4, 2020 | < 1 min read

পাটজাত দ্রব্যের হরেক সামগ্রী নিয়ে শ্যামবাজার থেকে গড়িয়াহাট পর্যন্ত ছুটবে ট্রাম। সংশোধনাগারের আবাসিকদের তৈরি পাটজাত বিভিন্ন সামগ্রীও এই ট্রামে পাওয়া যাবে। কালীপুজোর আগে পরিবহণ দপ্তরের নয়া এই ‘পাটরানি’ দাপিয়ে বেড়াবে শহর। ১৯৯ টাকা খরচ করলেই এই বিশেষ ট্রামে চড়া যাবে। কফি, জুস, হালকা খাবারের সঙ্গে থাকবে জনপ্রিয় বাংলা গান এবং মহানগরীর ঐতিহ্য সম্পর্কিত ধারাভাষ্য। গোটা ট্রাম বুক করতে খরচ পড়বে আড়াই হাজার টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Patrani, #Tram

আরো দেখুন