বিনোদন বিভাগে ফিরে যান

চোখ মেলে তাকালেন সৌমিত্র

November 4, 2020 | < 1 min read

বেশ কয়েকদিন পর ফের আশা জাগাল সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি। মঙ্গলবার নিজে থেকেই চোখ মেলে চাইলেন তিনি। মঙ্গলবার রাতে মেডিক্যাল বুলেটিনে এমনটাই জানিয়েছে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। সঙ্গে জানানো হয়েছে সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা উদ্বেগজনক হলেও স্থিতিশীল। 

এদিন রাতে হাসপাতালের তরফে জানানো হয়েছে, সৌমিত্রবাবুর (Soumitra Chatterjee) রক্তের চতুর্থবার ডায়ালিসিস (Dialysis) হয়েছে। যার ফল ইতিবাচক। ডায়ালিসিসের ফলে রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রায় ভারসাম্য এসেছে। এদিন নিজে থেকে চোখ মেলে তাকিয়েছেন তিনি।

এছাড়া এদিনও সৌমিত্রবাবুকে রক্ত দেওয়া হয়েছে। যার ফলে তাঁর রক্তে হিমোগ্লোবিন ও অনুচক্রিকার মাত্রা স্বাভাবিক হয়েছে। নতুন করে তাঁর দেহে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়নি। বাড়েনি ভেন্টিলেশনের মাত্রাও। 

চিকিৎসকরা জানিয়েছেন, স্নায়ুর সমস্যার উপশম করে আপাতত সৌমিত্রবাবুকে সচেতন অবস্থায় নিয়ে আসাই তাঁদের মূল লক্ষ্য। এব্যাপারে আশাবাদী তাঁরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Soumitra Chatterjee

আরো দেখুন