দেশ বিভাগে ফিরে যান

কুসংস্কারকে মান্যতা দিল কেন্দ্র? করবা চৌথে বিতর্ক

November 4, 2020 | < 1 min read

ধর্মীয় কুসংস্কারে সিলমোহর ভারত সরকারের। ভারত সরকারের অফিসিয়াল পেজ থেকে উত্তরভারতীয় উৎসব ‘করবা চৌথে’ – এ মহিলাদের উপোসকে গৌরবান্বিত করতে দেখা গেল কেন্দ্রীয় সরকারকে।

পোস্টে বলা হয়েছে মেয়েরা করবা চৌথের উপোস করলে যেমন স্বামীরা দীর্ঘায়ু হন, সেরকমভাবেই বাড়িতে থাকলে, সামাজিক দূরত্ব মানলে, স্বাস্থ্যবিধি মানলেও দীর্ঘায়ু লাভ করা যাবে।

করোনা সতর্কতা প্রচার নিশ্চয়ই প্রশংসার যোগ্য, তাইবলে একটি গণতান্ত্রিক দেশে একটি নির্দিষ্ট ধর্মের কুসংস্কারকে কেন্দ্রীয় সরকারের প্রচার করা কি সমর্থনযোগ্য? আর যেখানে একজন নারীকে এক জন পুরুষের দীর্ঘায়ুর জন্যে সারা দিন উপোস করে থাকতে হচ্ছে তার প্রচারে কেন্দ্রীয় সরকারের গরিমা কি সত্যিই ক্ষুণ্ন হল না! কোথায় গেল সরকারের ‘বেটি বাঁচাও বেটি পাড়াও’ প্রতিশ্রুতি! এই করোনা কালে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কথা বলছেন চিকিৎসকরা, তখন পুরুষ সম্প্রদায়ের মঙ্গল কামনায় নারী সম্প্রদায়ের উপোস করে সংক্রমণের ঝুঁকি বাড়ানোয় কি গৌরব খুঁজে পেল মোদী সরকার?

এই নিয়ে টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। টুইট করে নিজের বিরক্তি জাহির করেছেন আরটিআই কর্মী সাকেদ গোখলেও।

TwitterFacebookWhatsAppEmailShare

#Superstition, #central Govt, #Karva Chauth

আরো দেখুন