রাজ্য বিভাগে ফিরে যান

বাঁকুড়ায় আদিবাসীর বাড়িতে মধ্যাহ্নভোজ অমিত শাহের, কটাক্ষ অভিষেকের

November 5, 2020 | < 1 min read

বিধানসভা ভোটের আগে বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহ (Amit Shah)। হেলিকপ্টারে সকাল ১০টার পর পৌঁছোন বাঁকুড়ায় (Bankura)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে বীরসা মুণ্ডার মূর্তিতে পুষ্পদান করেন। বেলায় যোগ দেন বাঁকুড়া রবীন্দ্রভবনে দলের সাংগঠনিক বৈঠক। এরপর চতুর্ডিহি গ্রামে এক আদিবাসী পরিবারের সঙ্গে দুপুরের খাবার খান।

অমিত শাহর এই মধ্যাহ্ন ভোজের কর্মসূচীকে কটাক্ষ করে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee) টুইট করে বলেন, “যেখানে উত্তরপ্রদেশের হাথরাসের মর্মান্তিক গণধর্ষণের স্মৃতি এখন তাজা, সেখানে বাংলায় এসে মধ্যাহ্ন ভোজনে মেতে স্বরাষ্ট্রমন্ত্রী। এই সব না করে তিনি কেন মূল প্রসঙ্গে কথা বলছেন না, যাতে জনগণের সত্যিই উপকার হয়!

TwitterFacebookWhatsAppEmailShare

#Bankura, #Amit shah, #abhishek banerjee

আরো দেখুন