উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

১৮০ ডিগ্রি ঘুরে এবার বিজেপিকেই হুশিয়ারি গুরুং-এর

November 5, 2020 | < 1 min read

কোন প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। বারবারই হয়েছে বিশ্বাসভঙ্গ। এবার বিজেপিকে (BJP) উচিৎ শিক্ষা দেওয়ার হুমকি দিলেন বিমল গুরুং (Bimal Gurung)। মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) সাথে হাত মিলিয়ে এবার পাহাড় থেকে বিজেপিকে উৎখাত করবে গোর্খা জনমুক্তি মোর্চা (Gorkha Janmukti Morcha)। এদিন কলকাতার এক অভিজাত হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমল গুরুং বলেন, “ ১৭ বছর আমরা বিজেপির সঙ্গ দিয়েছি। লোকসভা নির্বাচনে একের পর এক সাংসদ দিয়েছি পাহাড় থেকে। কিন্তু কোন প্রতিশ্রুতি রাখেনি বিজেপি। আমাদেরকে ভোট মেশিন হিসেবে ব্যবহার করেছে। আর ভোট চলে গেলে পাহাড়কে ভুলে গিয়েছে। বিশ্বাস ভঙ্গ করেছে, প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিজেপি। এবার আমরা মমতা বন্দোপাধ্যায়ের সাথে হাত মিলিয়ে ২১-এর বিধানসভা নির্বাচন লড়ব। বিজেপিকে উচিৎ শিক্ষা দেব। কলকাতা থেকে পাহাড়ে ফিরে গিয়ে গোর্খা জনমুক্তি মোর্চা এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব নিজেদের মধ্যে আলোচনা করে রণকৌশল ঠিক করব। একুশের নির্বাচন হবে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বেই।

উল্লেখ্য এদিনের বৈঠকে দার্জিলিং পৌরসভার (Darjeeling Municipality) দলছুট ১৭ জন কাউন্সিলরকে ফিরিয়ে আনেন বিমল গুরুং।

বিমল গুরুং- এর অভিযোগ বিজেপি যা প্রতিশ্রুতি দিয়েছিল তা কোনদিন পূরণ করেনি। কিন্তু মমতা বন্দোপাধ্যায় সব প্রতিশ্রুতিই পূরণ করেছেন। তাই এনডিএ থেকে বেড়িয়ে যাচ্ছেন তিনি।

গুরুং এদিন বলেন, বিজেপি বলেছিল তারা দার্জিলিং- এর (Darjeeling) পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান খুজে বার করবে। পাশাপাশি ১১- টি গোর্খা সম্প্রদায়কে তফসিলি উপজাতি হিসেবে স্বীকৃতি দেবে। কিন্তু প্রতিশ্রুতি পূরণের চেষ্টা টুকুও করেনি বিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Bimal Gurung

আরো দেখুন