শুভেন্দু ,মমতার বিরুদ্ধে কিছু বলেননি, মত শিশির অধিকারীর
অধিকারীরা যে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তথা তৃণমূলের সঙ্গেই রয়েছে, তা বুঝিয়ে দিলেন পরিবারের প্রবীণতম রাজনীতিক শিশির অধিকারী (Sisir Adhikari)। শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari) অরাজনৈতিক সভা নিয়ে যাবতীয় জল্পনাতেই জল ঢাললেন কাঁথির সাংসদ।
মঙ্গলবার শুভেন্দুর সাম্প্রতিক সভা নিয়ে প্রশ্নের উত্তরে শিশির বলেন, ‘‘একশো বার সভা করতে পারেন। কিন্তু কোথাও মমতার বিরুদ্ধে এক লাইন নেই।’’ আর শুভেন্দুকে বিজেপি (bjp) নেতাদের আমন্ত্রণ জানানো প্রসঙ্গে শিশিরের বক্তব্য, ‘‘ওরা নতুন দোকান খুলেছে। সেখানে পচা মাল আছে নাকি ভাল মাল সেটা পরের কথা। তবে যাঁরা দোকানদার তাঁরা অনেককেই ডাকতে পারেন, আসুন। আমি তো বলছি, পরীক্ষা করে মাল কিনুন। আমরা পরীক্ষা দিয়েছি। আমাদের সঙ্গে থাকুন।’’
এ দিন তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা ও ব্লক কমিটির তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকা প্রসঙ্গে শিশির বলেন, ‘‘কোথাও কোথাও ক্ষোভ রয়েছে। যা ভোটের আগেই মিটে যাবে। যাঁরা দায়িত্ব পেয়েছেন তাঁরা কম্পিটেন্ট। পদ সীমিত, তাই সবাইকে পদ দেওয়া যায় না। বাকি যাঁরা পদ পাননি তাঁদের অন্য অনেক পদ আছে, সেখানে বসিয়ে দেব।’’
আগামী বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপি বিশেষ সুবিধা করতে পারবে না বলেও এ দিন দাবি করেন শিশির। আপনার দলের অ্যাসেট শুভেন্দুবাবু তো চুপ? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে শিশির বলেন, ‘‘কে বলেছে? তিনি তো প্রতিনিয়ত মিটিং মিছিল করছেন। প্রতিদিন জনসংযোগ করছেন তিনি। তিনি তো বসে থাকার লোক নন। তাঁর বসে থাকার কোনও স্কোপ নেই।’’ শুভেন্দুবাবুকে নিয়ে এত জল্পনা কেন? এই প্রশ্নের জবাবে শিশির বলেন, ‘‘জল্পনা তো হতে পারে। তবে এই জল্পনার উত্তর একমাত্র উনিই দিতে পারবেন।’’