অতি সংকটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়
গত ২৪ ঘন্টায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার ফের অবনতি। তাঁর কিডনি ঠিকমতো কাজ করছে না। এ দিন ডায়ালিসিস হয়নি তাঁর। সৌমিত্রর রক্তের বিভিন্ন মাত্রা ওঠানামা করছে। যা সঙ্কটজনক। রক্তের শ্বেত রক্তকণিকা, হিমোগ্লোবিন, প্লেটলেট ফের কমেছে। পরিস্থিতি সামাল দিতে মাল্টিপল ট্রান্সফিউশন করেছেন চিকিৎসকরা। একইসঙ্গে রক্তের বিভিন্ন মাত্রা ঠিক রাখতে নতুন করে নানা ওষুধও প্রয়োগ করা হয়েছে। শরীরে বেড়েছে সেকেন্ডারি ইনফেকশন। তা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
কিডনির কার্যক্ষমতা কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে আগামিকাল, বৃহস্পতিবার বৈঠকে বসবে মেডিকেল বোর্ড। নেফ্রলজি বিশেষজ্ঞরা তাঁদের মতামত দেবেন। ঠিক করবেন আগামী পরিকল্পনা।
কিডনির কার্যক্ষমতা কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে আগামিকাল, বৃহস্পতিবার বৈঠকে বসবে মেডিকেল বোর্ড। নেফ্রলজি বিশেষজ্ঞরা তাঁদের মতামত দেবেন। ঠিক করবেন আগামী পরিকল্পনা।
কিডনি ঠিকভাবে কাজ না করায় অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের উপরে প্রভাব পড়ছে। সবমিলিয়ে অতি সংকটজনক পরিস্থিতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের। ১০০% ভেন্টিলেশনে রয়েছেন এই প্রবীণ অভিনেতা। আজ, বুধবার ১৬ দিন হল মস্তিষ্কের স্নায়ু সাড়া দিচ্ছে না। মেডিকেল বোর্ড জানিয়েছে,মস্তিষ্কের সচেতনতার মাত্রা (গ্লাসগো কোমা স্কেলের সূচক) ১০-এর কাছাকাছি। আজ নিয়ে ৩০ দিন হল হাসপাতালে চিকিৎসাধীন সৌমিত্র চট্টোপাধ্যায়।