করোনা মোকাবিলায় রাজ্যে চালু হল ইন্টিগ্রেটেড হেল্পলাইন নাম্বার
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ রয়েছে দেশের অষ্টম স্থানে। এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩,৯৩,৫২৪। যার মধ্যে সুস্থ হয়েছেন ৩,৫০,৪৪৯ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭,১২২। অর্থাৎ, সেখানে এখনও পর্যন্ত করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৫,৯৫৩।
এমতাবস্থায় করোনা মোকাবিলায় কোন রকম খামতি রাখছে না রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক।
রাজ্য স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে এই অবধি মোট ৬০০০ কোভিড রোগী কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি হয়েছেন। তার মধ্যে ৫০০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সুস্থ হয়ে বাড়ি ফেরার তালিকায় রয়েছেন ছিলেন ৯৪ এবং ৮২ বছর বয়স্কও।
স্বাস্থ্য পরিকাঠামোকে আরো উন্নত করতে চালু করা হল রাজ্যের নিজস্ব করোনা ইন্টিগ্রেটেড হেল্পলাইন নাম্বার। রোগী যেকোনো পরিস্থিতিতে সরাসরি যোগাযোগ করতে পারবে কর্তৃপক্ষের সঙ্গে।
- ইন্টিগ্রেটেড হেল্পলাইন নাম্বার- ২২১৪৩৫২৬/ ১৮৩১৩৪৪৪২২২
- এই নম্বরে ফোন করে করে রাজ্যবাসী করোনা বিষয়ক যেকোনো তথ্য জানতে পারবেন।
- টেলি মেডিসিনের জন্যে নাম্বারটি হল ০৩৩২৩৫৭৬০০১
- বৃহত্তর কলকাতায় অ্যাম্বুলেন্স পরিষেবার জন্যে নাম্বারটি হল- ০৩৩৪০৯০২৯২৯