বিনোদন বিভাগে ফিরে যান

অবশেষে ফিরছে ফেলুদা, জানুন কবে

November 7, 2020 | < 1 min read

ফেলুদা ফেরত

অপেক্ষার অবসান, মুক্তি পেল ফেলুদা ফেরতের পোস্টার

বেশ কিছুদিন ধরেই সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘ফেলুদা ফেরত’ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। কবে এটি মুক্তি পাবে তা জানতে বহুদিন ধরে উদগ্রীব ‘প্রদোষ মিত্র’ প্রেমীরা। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল  ‘ফেলুদা ফেরত’-এর ফার্স্টলুক পোস্টার।

শনিবার আড্ডা টাইমসের তরফে  ‘ফেলুদা ফেরত’-এর ফার্স্টলুক পোস্টার মুক্তি পায়। OTTপ্ল্যাটফর্ম আড্ডা টাইমসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্টারটি প্রকাশ করে লেখা হয়, “আপনাদের কম্বিনেশনটি বেশ ভালো । একজন রহস্য-প্লট পাকান, আরেকজন রহস্যের জট ছাড়ান ।” সেই সঙ্গে আগামী ১৬ নভেম্বর  ‘ফেলুদা ফেরত’-এর ট্রেলার মুক্তি পাচ্ছে বলে জানানো হয়।

এছাড়া পরিচালক নিজেও তাঁর টুইটার হ্যান্ডেলে শেয়ার করেন তাঁর এই নতুন ছবির পোস্টার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Srijit Mukherjee, #Addatimes, #Feluda Pherot

আরো দেখুন