রাজ্য বিভাগে ফিরে যান

কালীপুজো প্রতিমা বিসর্জনের জন্য ৩ দিন চূড়ান্ত করল রাজ্য

November 7, 2020 | < 1 min read

ছবি : ফাইল চিত্র

করোনা পরিস্থিতির জেরে কালীপুজোর বিসর্জন ৩ দিন চূড়ান্ত করল রাজ্য সরকার। আগামী ১৫, ১৬ ও ১৭ই নভেম্বর প্রতিমা নির্ধারিত জলাশয়ে নিরঞ্জন করতে হবে ।

বিসর্জন উপলক্ষে করা যাবে না কোনও শোভাযাত্রা। দুর্গাপুজোর মতো কালীপুজোতেও নিরঞ্জনের সময় গঙ্গার ঘাটে প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #Kali pujo, #Kali pujo2020, #WestBengal

আরো দেখুন